তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না
Автор: E14 Home Cook & Vlog
Загружено: 2025-07-31
Просмотров: 893
Описание:
📜 হাদিসের সারমর্ম:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না (অর্থাৎ আল্লাহ কবুল করেন):
১. মজলুমের দোয়া (অত্যাচারিত ব্যক্তি)
২. রোজাদারের দোয়া ইফতারের সময়
৩. মুসাফিরের দোয়া (ভ্রমণরত ব্যক্তি)”
— (সহিহ হাদিস: তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ প্রভৃতি)
⸻
🔍 বর্ণনা ও ব্যাখ্যা (Desalination / Description):
১. মজলুমের দোয়া (অত্যাচারিত ব্যক্তি):
অন্যায়ভাবে নির্যাতিত ব্যক্তি যখন আল্লাহর কাছে আর্তি জানায়, তখন সেই দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায়।
🔹 আল্লাহ তাআলা সেই দোয়া ও প্রতিবাদের জবাব দেন, কারণ তিনি ন্যায়বিচারকারী।
📖 হাদিসে এসেছে:
“মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।” — (বুখারি)
⸻
২. রোজাদারের দোয়া (ইফতারের সময়):
রোজাদার ব্যক্তি সারাদিন আল্লাহর আদেশ মান্য করে পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকে।
🔹 ইফতারের সময় তার দোয়া অত্যন্ত পবিত্র ও অন্তর থেকে হয়, তাই আল্লাহ তা কবুল করে থাকেন।
📌 এটি রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল।
⸻
৩. মুসাফিরের দোয়া (ভ্রমণরত ব্যক্তি):
মুসাফির সাধারণত নিরাপত্তাহীন, কষ্টে থাকে ও একরকম নির্ভর করে আল্লাহর উপর।
🔹 এই অবস্থায় করা দোয়া বিনয়পূর্ণ ও গভীর হয়, তাই আল্লাহ তা ফিরিয়ে দেন না।
⸻
🌟 মূল বার্তা / শিক্ষা:
এই হাদিস থেকে বোঝা যায়:
• আল্লাহ যুলুমকে ঘৃণা করেন এবং মজলুমের পাশে থাকেন।
• আল্লাহ আত্মসংযমকারী ও ধৈর্যশীল বান্দাদের ভালোবাসেন।
• আল্লাহ ভ্রমণরত, নির্ভরশীল বান্দার দোয়া গ্রহণ করেন।
⸻
✅ সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য:
তিন দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়:
মজলুম, রোজাদার, এবং মুসাফিরের দোয়া।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: