BCS Preliminary Final Touch বিসিএস পরীক্ষায় প্রিলি পাশের মহৌষধ। অভিজ্ঞ ও দূর্বল সবারই কাজে লাগবে।
Автор: BCS Helpline
Загружено: 2026-01-04
Просмотров: 285
Описание:
#৫০তম_বিসিএস_প্রিলি_ফাইনাল_টাচ্: আপনার সাফল্যের ম্যাজিক বুক!
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিকে মাত্র ২০ দিনে পূর্ণ সিলেবাসকে রিভাইজ করে নিতে "ফাইনাল টাচ্" বইটি হতে পারে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
#মাস্ট_রিড_পোস্ট #preli_final_touch
এই স্পেশাল এডিশনটি কেন আপনার সংগ্রহে থাকা জরুরি, তা নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
প্রিয় বিসিএস যোদ্ধারা,
প্রিলি মানেই পাণ্ডিত্য প্রদর্শন নয়, বরং এটি বুদ্ধিমত্তার সাথে এমসিকিউ (MCQ) যুদ্ধের বৈতরণী পার হওয়া। একটু ভাবুন তো, কোন বিষয়ে আসলে কত নম্বর পেলে আপনার লক্ষ্য পূরণ হবে? একঘেয়েমি ছেড়ে ধরুন ভিন্ন কৌশল! 🎯
অধিকাংশ পরীক্ষার্থী বাংলা আর সাধারণ জ্ঞানের বিশাল গোলকধাঁধায় হারিয়ে যায়। দিনশেষে দেখা যায়, অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য আর সময়ই নেই। আপনি কি তাদের দলেই থাকবেন?💡
স্মার্টলি আগান: সুশাসন, মানসিক দক্ষতা, ভূগোল বা ইংরেজি সাহিত্যের মতো ছোট বিষয়গুলোই আসলে অন্যদের থেকে আপনাকে আলাদা করে দেবে। বাংলা সাহিত্যের আধুনিক যুগের অসীম সাগরে ২ নম্বরের জন্য ডুবে না থেকে, সেই সময়ে এই ছোট ছোট বিষয়গুলো কয়েকবার ঝালিয়ে নিন। একটু ‘ডিফারেন্টলি’ চিন্তা করলেই জয় আপনার সুনিশ্চিত।
💁♂️কেন ‘হেল্পলাইন’স ফাইনাল টাচ্’ আপনার সেরা চয়েস?💎
💊টার্গেট যখন ১২০+ : অবাস্তব ২০০-তে ২০০ নয়, বরং প্রিলিতে টিকে থাকার জন্য নিরাপদ ১২০ নম্বর তোলার নিখুঁত ছক আছে এই বইয়ে।
📝সুপারফাস্ট রিভিশন: ২ ঘণ্টার পড়া শেষ হবে মাত্র ৩০ মিনিটে! তথ্যের এমন চমৎকার বিন্যাস আপনার রিভিশনের গতি বাড়াবে কয়েক গুণ।
⏱️নির্ভুল উত্তরের নিশ্চয়তা: আমরা অপশন ছাড়া পড়ার বিশেষ টেকনিক দিয়েছি, যা আপনাকে পরীক্ষার হলের দ্বিধা থেকে মুক্তি দেবে। মনে রাখবেন, ৯৭% শিক্ষার্থী ফেল করে শুধুমাত্র কনফিউশনের কারণে।
📚বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ গাইডলাইন:
______________________
#বাংলা (ব্যাকরণ ও সাহিত্য): গতানুগতিক ১৩টি ব্যাকরণ টপিক ধরুন যা সবার পাড়তে হয়। প্রাচীন ও মধ্যযুগের ৫ নম্বর আর আধুনিক যুগের বাছাইকৃত কিছু অংশ পড়লেই ১১-১৩ নম্বর অনায়াসে আসবে। বাকি ২ মার্কসের লোভ ছাড়লেই মুক্তি!
#ইংরেজি (সময় বাঁচানোর কৌশল):
গ্রামারের মোটা বই না পড়ে আমাদের ইনফোগ্রাফিকগুলো দেখুন। আর ভোকাবুলারির জন্য আমার এনালাইসিস করা মাত্র ১-পৃষ্ঠার ‘মাস্ট-নোউ’ শব্দটি পড়লেই কেল্লা ফতেহ!
📄#গণিত_ও_মানসিকদক্ষতা: শুধু ফিগার পাল্টাতে পারে, কিন্তু টাইপ কমন আসবেই—এটা গ্যারান্টি। প্রতিদিন একটি করে অধ্যায় শেষ করুন।
🌐#সাধারণজ্ঞান: ইতিহাসের পেছনে পড়ে না থেকে অর্থনীতি, সম্পদ ও সংবিধান দেখুন; ১০ নম্বর এক বসাতেই নিশ্চিত। আন্তর্জাতিক অংশে সাম্প্রতিক, সংস্থা ও পরিবেশ থেকেই ১০+ নম্বর আসবে।
🌏#আইসিটি_ও_বিজ্ঞান: ১৫-তে ১৫ পেতে হবে না, ১০ পেলেই আপনি সেফ জোনে। বাড়তি চাপ নেওয়ার দরকার নেই। তাই প্রিভিয়াস অংশে জোর দিন। আর এই বইটি ঠিক সেভাবেই সাজানো।
🗺️#ভূগোল_ও_সুশাসন: এই সেকশনটিই আপনাকে ভিড় থেকে আলাদা করবে। এখানে প্রশ্ন প্রচুর রিপিট হয়, তাই কৌশলগতভাবে প্রস্তুতি নিন।
#পরিশেষ: বিজয়ী হওয়ার পথটি অনন্য 🏆
আমি জানি আপনার সামর্থ্য আছে। এই কয়েকটা দিন গতানুগতিক স্রোতে না ভেসে একটু ভিন্নভাবে ভাবুন। প্রিলিতে আপনাকে ফার্স্ট হতে হবে না, সেরা হতে হবে লিখিত পরীক্ষায়—আর তার জন্য আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ!
এই বইটি পড়ার আগে ও পরে নিজের মধ্যে যে আমূল পরিবর্তন দেখবেন, সেটাই আপনাকে বিজয়ী করবে।
✊পুলিশ, প্রশাসন, কাস্টমস ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পরামর্শ এবং বর্তমান প্রশ্নের ট্রেন্ড বিশ্লেষণ করেই দিনরাত এক করে তৈরি হয়েছে এই ‘ফাইনাল টাচ্’। এখন দেশের সবজায়গায় পাওয়া যাচ্ছে। ⏳
।
নিবেদক
সম্পাদক
HRG (হেল্পলাইন রিসার্চ গ্রুপ)
.
আপনার প্রস্তুতি এখন কোন পর্যায়ে? কমেন্টে আমাদের জানান। বইটির এখন সারা দেশে পাওয়া যাচ্ছে।
.
অনলাইনে অর্ডার করতে যাস্ট 01811-110101 এই নম্বরে আপনার নাম ও ঠিকানা হোয়াটসঅ্যাপ করুন।
দাম ৩৮০/- ডেলিভারি চার্জ ফ্রি!
BCS Helpline
#৫০তমবিসিএস #50thbcscircular #bcspreliminary #bcsspecialedition #bcspreliminaryfinaltouch
BCS Helpline, Cox's Bazar বিসিএস হেল্পলাইন পঞ্চগড় @topfans BookMyShow BCS Helpline Halishahar Branch
Facebook Page: / bcshelpline.net
Facebook Group: / 12974. .
Contact:01819-539464
#BCS_Written_Exclusive_tips_&_guidelines
#বিসিএস_প্রস্তুতির_সঠিক_দিকনির্দেশনা_ও_কৌশল
#বিসিএস_লিখিত_প্রস্তুতি_ইংরেজি
#BCS_Exclusive_written_Tips
#BCS, #BCSbooklist, #BCSWritten
#BCS_Preliminary_Exclusive_Tips
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: