ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন | Ajker Patrika |
Автор: Ajker Patrika
Загружено: 2022-01-30
Просмотров: 147
Описание:
দীর্ঘ প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন চলছে। আজ বলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
করোনা সংক্রমণের কারণে এবার সম্মেলনে কর্মীদের রাখা হয়নি। সম্মেলনস্থলে শুধু কেন্দ্রীয় ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ও হলের পদপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে কমপক্ষে এক ডোজ টিকার সনদ ছাড়া কাউকে সম্মেলনে প্রবেশ না করতে দেওয়ারও কথা বলেছেন আয়োজকেরা। আমন্ত্রণপত্র দেখিয়ে অতিথিরা সম্মেলনে প্রবেশ করেছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তবে তিনি অসুস্থতার কারণে আসতে পারবেন না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
তবে বাকি অতিথিরা উপস্থিত আছেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। প্রধান বক্তা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
---------------------------------------------------------------------------------------------------------------------------
After almost six long years, the hall conference of Dhaka University Chhatra League is going on. The conference started at 11 am today at the Student-Teacher Center (TSC) ground of Dhaka University. The conference was inaugurated by Sanjit Chandra Das, President of Chhatra League.
Staff were not kept at the conference this time due to corona infection. Only Central BCL, University and Hall candidates were present at the conference venue. At the same time, the organizers have said that no one should be allowed to enter the conference without at least one dose of ticker certificate. Guests entered the conference by showing invitations.
Awami League General Secretary and Minister for Road Transport and Bridges Obaidul Quader was supposed to be present as the chief guest at the conference. However, Sanjit Chandra Das, president of the university's student league, confirmed that he could not come due to illness.
However, the rest of the guests are present. Awami League presidium members Jahangir Kabir Nanak, Abdur Rahman, joint general secretary AFM Bahauddin Nasim, organizing secretary BM Mozammel Haque, BCL president Al-Nahian Khan Joy and general secretary writer Bhattacharya were present as special guests at the conference. The keynote speaker was Saddam Hussein, general secretary of Chhatra League.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: