এক ক্লিকে নাশিদের ভোকাল প্রফেশনাল মিক্স করুন
Автор: FL Studio With Hasan
Загружено: 2025-12-20
Просмотров: 467
Описание:
প্রিসেট লিংক :https://shorturl.at/ZjFzt
গান মিক্স করতে গিয়ে সবচেয়ে কঠিন অংশ হচ্ছে ভোকালকে ঠিকভাবে বসানো। মেইন ভোকাল, ব্যাক ভোকাল আর হারমোনি ঠিকভাবে লেয়ারে না বসালে পুরো গানটাই ফ্ল্যাট শোনায়। এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আমাদের Vocal Preset Pack ব্যবহার করে পুরো গানকে একসাথে প্রো লেভেলে মিক্স করা যায়, সেটা খুব কম সময়ে এবং সহজভাবে।
শুরুতেই দেখানো হয়েছে মেইন ভোকালকে পরিষ্কার, সামনে এবং স্পষ্ট রাখার কৌশল। এরপর ব্যাক ভোকালগুলোকে কীভাবে স্পেস, depth আর width দেয়া যায় যাতে তারা মেইন ভোকালকে সাপোর্ট করে। হারমোনি ভোকালের ক্ষেত্রে দেখানো আছে কোন প্রসেসিং দিলে গানটি আরও রিচ, ফুল এবং প্রোডাকশন-কোয়ালিটির মতো শোনাবে।
Preset Pack-এর প্রতিটি চেইন এমনভাবে সাজানো যে EQ, compression, saturation, de-essing, reverb, delay সবকিছু অটোমেটিক্যালি ব্যালেন্সড থাকে। নতুনরাও যেন খুব সহজে পুরো ভোকাল সেটআপ করে ফেলতে পারে, ঠিক সেই হিসাবেই বানানো হয়েছে।
আপনি যদি মিউজিক রিলিজ করেন, ক্লায়েন্ট প্রজেক্ট করেন, বা নিজের প্রোডাকশনকে আপগ্রেড করতে চান, এই ভিডিও আপনার পুরো workflow বদলে দেবে।
ভিডিও ভালো লাগলে Like দিন, Comment করে জানান কোন গান মিক্স করছেন, আর নতুন ভিডিও পেতে Subscribe করতে ভুলবেন না।
TBM Studio
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: