ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

মহাদেবের কৃপা লাভ করতে শ্রাবণ মাসে এই টোটকাগুলি করুন Tips to do in Shravana for betterment in life

শ্রাবন মাসে করে ফেলুন কিছু চমৎকারী ও ফলপ্রসূ উপায় !!!!

পারদ শিবলিঙ্গের অদ্ভুত মহিমা !!!!

শ্রাবণী অমাবস্যা থেকে পাঁচ রকমের জল শিবলিঙ্গে অর্পণ করলে কী না পাওয়া যায় !!!!

Har Har Shambhu | Mahadev New Song | har har shambhu shiv mahadeva | Shiv Bhajan | Mahakaal Song

গৃহে শিব পূজা বিধি/সহজ সরল শিব পূজা/গৃহে সোমবারের পূজা / বাড়িতে শিব লিঙ্গকে কিভাবে স্নান করবেন ||

Автор: ASTRO SOLUTION

Загружено: 2022-07-22

Просмотров: 2190

Описание: ‪@astrosolution3309‬ #mrsukritidan #whatsapp9804836994
#shivpuja #somwarpujavidhi #mondaypujavidhi
ওম নমঃ শিবায় ওম
Tips to do with Shiva Puja in Shravana for betterment in Life
Do Puja of Lord Shiva in Shravan for betterment in life
শ্রাবণ মাস মহাদেবের মাস। মনে করা হয় শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যদি মহাদেবের উপবাস করা যায়, তা হলে অত্যন্ত ভাল ফল পাওয়া যায়। এই মাসে উপবাস করলে শরীরও খুব ভাল থাকে। যাঁরা দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন, তাঁরা শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে দারুণ ফল পাবেন। যদি প্রত্যেক সোমবার উপবাস করা সম্ভব না হয় তা হলে প্রথম এবং শেষ সোমবার উপবাস করলেও হবে। এই দিন মহাদেবকে সন্তুষ্ট রাখতে উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলো পালন করলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যাবে।
দেখে নেব টোটকাগুলো কী কী—
১) এই দিন মহাদেবকে বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করুন।
২) মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায়।
৩) এই দিন বাড়িতে আসা কোনও মানুষকে যেন কোনও ভাবেই অপমানিত না করা হয়।
৪) শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
৫) জন্মছকে খারাপ গ্রহদশা থাকলে শ্রাবণ মাসের প্রত্যেক দিন, দিনের যে কোনও সময়ে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে খুবই উপকার পাওয়া যায়।
৬) এই দিন পুজো করার সময় কর্পুরের আরতি করুন এবং গমের আটার তৈরি ভোগ নিবেদন করুন।
শ্রাবণ মাসের সোমবারে কী খেতে নেই—

যদি সম্ভব হয় শ্রাবণ মাসের সোমবারে মূলো, বেগুন, আদা এবং পেঁয়াজ-রসুন খাবেন না। এবং অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে।
শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজোর সঙ্গে কিছু সহজ টোটকা দারুণ সুফল দেবে
সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনও না কোনও দেবতার যোগ রয়েছে। আর এই বিশেষ দিনগুলিতে সে সব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়।
সে রকমই, সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন। প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসের সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায়।
শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করার নিয়ম-—
শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস করতে হবে। সঠিক বিধি সহকারে মহাদেবের পুজো করতে হবে। মনে রাখতে হবে, মহাদেবের পুজোয় ভুল তিনি একদম ক্ষমা করেন না। তাই সঠিক নিয়ম অনুসারে পুজো করা অতি আবশ্যক।

আরও পড়ুন:শ্রাবণ মাসে এই ভাবে শিবের ব্রত পালন করলে মনস্কামনা পূর্ণ হয়

শ্রাবণ মাসের সোমবারের ব্রত করার সঙ্গে সহজ কিছু টোটকা দেখে নেওয়া যাক—
• শ্রাবণ মাসের সোমবারের পুজো করার সময় মহাদেবকে চাল অর্পন করতে ভুলবেন না। এমনটা মনে করা হয়, এই পুজোর সময় চাল অর্পন করলে আর্থিক সমস্যা কমে যায় এবং অর্থ বৃদ্ধি পেতে থাকে। সেই সঙ্গে হঠাৎ করে মাইনে বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।
• জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় যব অর্পন করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। যব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনও অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে।
• হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বই অনুসারে, মহাদেবের পুজোয় গম অর্পন করা খুব ভাল। এর ফলে বাবা-মা হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে দেরি লাগে না। যে দম্পতির তাড়াতাড়ি সন্তান চাই, তাঁরা শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে গম অর্পন করুন।
• শারীরিক অসুস্থতায় নাজেহাল? তা হলে মহাদেবকে তিল অর্পন করুন। কারণ এই জিনিসটি মহাদেবের বেজায় পছন্দের জিনিস। তিল অর্পন করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায়। শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায়।
• জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনও ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পন করতে হবে। এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না।
শ্রাবণ মাসে এই ভাবে শিবের ব্রত পালন করলে মনস্কামনা পূর্ণ হয়

হিন্দুদের কাছে শ্রাবণ হল পবিত্র মাস। এই মাসে কিছু আচার পালন করলে মনষ্কামনা পূরণ হয়। শ্রাবণ মাস শিবের মাস। এই মাসের প্রতি সোমবার শিবের ব্রত পালন করেন বহু মানুষ। উদ্দেশ্য মনস্কামনা পূরণ। কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গ কিংবা মূর্তি স্নান করাতে হয়।

শ্রাবণেই হয়েছিল দেবতা আর অসুরের সমুদ্রমন্থন। মন্থনে উঠে আসা বিষ নিজ কণ্ঠে ধারণ করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ, বাঁচিয়েছিলেন সৃষ্টি। তাই শ্রাবণ মাস উৎসর্গীকৃত হয়েছে মহাদেবের উদ্দেশে।
শ্রাবণ মাসে প্রতি দিন স্নানের পরে শিবস্তোত্র পাঠ অত্যন্ত জরুরি শিবভক্তদের কাছে। মহাদেব প্রসন্নও হন পাঠক বা ভক্তের প্রতি। অন্য মাসে রুদ্রাক্ষ ধারণের চেয়ে শ্রাবণে ধারণ করলে ফল অনেক বেশি ভাল হয়। শ্রাবণে অতি অবশ্যই শিবলিঙ্গে কিংবা মূর্তির মাথায় বেলপাতা দেওয়া আবশ্যক। এটা নিয়মের মধ্যেই পড়ে।

চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি আর প্রতি সোমবার মহাদেবের মাথা থেকে নামাতে নেই। শ্রাবণ মাসে স্ফটিক-শিবলিঙ্গ বসালে অত্যন্ত শুভ ফল দেবে। শ্রাবণ মাসের প্রতি সন্ধ্যায় শিবের আরতি করা অবশ্য কর্তব্য। বহু জায়গায় মঙ্গলগৌরীর পুজো হয়ে থাকে। শ্রাবণে মুরগি খাওয়া বারণ।

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
মহাদেবের কৃপা লাভ করতে শ্রাবণ মাসে এই টোটকাগুলি করুন Tips to do in Shravana for betterment in life

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]