মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশেআর এই আবহে। চতুর্থ সম্মেলন আয়োজন করলেন হিউম্যান রাইটস ফোর্স।
Автор: Khabore khoje
Загружено: 2024-12-12
Просмотров: 55
Описание:
মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে আর এই আবহে। হাওড়া রেল মিউজিয়াম সভাঘরে চতুর্থ সম্মেলন আয়োজন করলেন হিউম্যান রাইটস ফোর্স। এদিনে অনুষ্ঠানে যেমন সদস্যরা ছিলেন তেমন প্রধান অতিথি ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসী এবং উপস্থিত ছিলেন মৌলানা সাহেব, এই অনুষ্ঠানে এসে উদ্বেগ দুই সম্প্রদায় ধর্মগুরুরা তারা জানান বাংলাদেশের ঘটনা তাদের কাছে উদ্বেগ জনক এবং পরমশক্তিমান এর কাছে তারা প্রার্থনা করবেন যাতে বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা সুস্থভাবে থাকতে পারেন। এবং মন্দির মসজিদ গির্জা নিয়ে হানাহানি বন্ধ করে মানুষের পাশে মানুষের হয়ে দাঁড়াতে বললেন তারা পাশাপাশি হিমেন্ডাইসের পক্ষ থেকেও রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভমেন্টের কাছেও একটি আবেদনপত্র জানাবেন যাতে বাংলাদেশের মানুষের উপরে এই উৎপিরন ঘরবাড়ি জ্বালানো সেগুলো যাতে বন্ধ হয় সেই জায়গায় ন্যাশনাল রাইটসের পক্ষ থেকে আবেদন জানানো হবে।
#howrah #bangladesh #breaking #news #news #khaborekhoje #westbengal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: