সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়ার দায়িত্ব | Ideal Education in Islam | Surah Luqman Tips
Автор: মানবকল্যাণ মিডিয়া
Загружено: 2025-08-24
Просмотров: 61
Описание:
#সন্তানকেআদর্শশিক্ষাদেওয়ারদায়িত্ব #dealEducationinIslam #SurahLuqmanTips
প্রিয় দর্শক,
আজকের আলোচনায় আমরা জানবো – সন্তানকে আদর্শ শিক্ষা (Ideal Education) দেওয়ার প্রধান দায়িত্ব কার?
সমাজে প্রচলিত আছে – "মা-বাবা বানায় ভুত, ওস্তাদ বানায় পুত।" কিন্তু কোরআনুল কারীম স্পষ্টভাবে বলে দিয়েছে, সন্তানের আদর্শ শিক্ষা দেওয়ার আসল দায়িত্ব মা-বাবার উপর।
👉 সূরা লোকমান (আয়াত ১৩–১৯) থেকে আমরা সন্তানের জন্য ১০টি দিকনির্দেশনা পাই, যা আদর্শ শিক্ষা ও জীবনের জন্য অপরিহার্য:
1️⃣ সন্তানকে ঈমান শেখানো।
2️⃣ মা-বাবা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা।
3️⃣ অন্যায় ও অপরাধ থেকে দূরে থাকা।
4️⃣ নামাজ কায়েম করা।
5️⃣ সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা।
6️⃣ বিপদে ধৈর্য ধারণ করা।
7️⃣ কাউকে অপমান বা ঘৃণা না করা।
8️⃣ অহংকার না করা।
9️⃣ বিনয়ী আচরণ করা।
🔟 কণ্ঠস্বর নম্র রাখা।
📌 আমাদের সন্তান যদি ছোট থেকেই কোরআনের এই শিক্ষা লাভ করে, তবে তারা কখনো কিশোর গ্যাং এ জড়াবে না; বরং হবে আদর্শ মানুষ, মানবতাবাদী ও সমাজের কল্যাণকারী।
✨ আসুন, আমরা কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করি এবং আমাদের সন্তানদেরকে শিখাই।
➡️ আরও ইসলামী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন 👉 @manobkollanmedia
#IdealEducation #surahluqman #islamicparenting #সন্তানশিক্ষা #QuranEducation #manobkollanmedia
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: