হিজামা | মহানবী মুহাম্মদ (স) এর চিকিৎসা পদ্ধতি | Wet Cupping | সিঙ্গা লাগানো | Alternative Medicine
Автор: বিশ্বাস BISWAS
Загружено: 2019-01-24
Просмотров: 2461
Описание:
মহানবী মুহাম্মদ (স) কীভাবে চিকিৎসা নিতেন দেখনু। সুবাহান আল্লাহ।
#হিজামা #CuppingTherapy #AlternativeMedicine
হিজামা চিকিৎসা দিচ্ছেন কামরুল হাসান, ৪৩ তম আবর্তন, পাবলিকভাবে হেলথ এন্ড ইনফোরমেটিক্স বিভাগ। এমন ইতিবাচক মানসিকতার ছেলে এই দুনিয়ায় খুবই কম রয়েছে।।কামরুলের সেবাপরায়ন এই মানসিকতা ও মানুষের সেবা করায় তার অক্লান্ত পরিশ্রমের উত্তম প্রতিদান দিক মহান আল্লাহ তায়ালা এই দোয়া করি। হিজামা থেরাপি নিচ্ছেন তৌফিক। আপনি, আপনার পরিচিত বা পরিবারের কেউ হিজামা থেরাপী নিতে চাইলে ০১৭৬৮৮৩৮২১০ নম্বরে কামরুলের সাথে সরাসরি কথা বলতে পারেন। যারা হিজামা সম্পর্কে আরো জানতে চান তারা এই ভিডিও দেখার পাশাপাশি নিচের লেখা থেকেও তথ্য পাবেন।
হিজামা কি এবং কেন...?
Arabic country সহ উন্নত বিশ্বে বর্তমানে হিজামা Therapy অতি পরিচিত একটি চিকিৎসা ব্যবস্থা।
But, আমাদের দেশের অনেকেই এখনো হিজামা বা Hijama/Hizama সম্পর্কে ভালোভাবে জানে না। তাই, কেউ কেউ এটাকে শুধুমাত্র ব্যথার থেরাপি হিসেবেই চেনেন। অথচ,হিজামা থেরাপির কার্যকরীতা অনেক বিস্তৃত, ব্যাপক!
Detoxification এবং Preventive Therapy ছাড়াও অনেকগুলো রোগেই হিজামা ম্যাজিকের মতো কাজ করে। এটা কীভাবে কাজ করে সেটারও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।
বিভিন্ন রিসার্চ থেকে জানা যায় যে, কোন সুস্থ মানুষ যদি বছরে 2-3 বার হিজামা থেরাপি নেন, ও স্বাস্থ্যবিধি মেনে চলেন তবে তিনি প্রায় ৮০-৯০ ভাগ রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকবেন। তাই,সুস্থ্য-অসুস্থ্য যে কেউ এই চিকিৎসা অনায়াসেই নিতে পারে।
তাছাড়া, একটি সুন্নাতকে যিন্দা করার জন্য হলেও আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে হিজামা থেরাপি নেওয়া উচিত।
তো, যে সকল রোগে হিজামা Specifically কাজ করে সে গুলো হলো.....
১. সাধারণ মাথাব্যাথা (G.Headache)
২. দীর্ঘমেয়াদী মাথা ব্যথা
৩. মাইগ্রেন (Migraine)
৪. মাথা ঘোরা (Vertigo)
৫. চুল পড়া (Hair fall),
৬. উচ্চরক্তচাপ (Hypertension)
৭. অনিদ্রা (Insomnia)
৮. স্মৃতিভ্রষ্টতা (Amnesia)
৯. সাইনুসাইটিস (Sinusitis)
১০. মানসিক সমস্যা (Psychological disorders)
১১. ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার,
১২. ইমোশনাল Problems
১৩. পারকিনসন্স ডিজিজ
১৪. বাত ব্যাথা (rheumatic arthritis)
১৫. অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত(Joint paint)
১৬. পিঠের ব্যাথা(Back pain)
১৭. হাঁটু ব্যাথা (Knee pain)
১৮. ঘাড়ে ব্যাথা (Neck pain)
১৯. কোমর ব্যাথা(Waist pain)
২০. হাতে/পায়ে ব্যাথা
২১. মাংসপেশীর ব্যাথা/ মাসল পুল
২২. দীর্ঘমেয়াদী পেট ব্যথা (Abdominal pain)
২৩. হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা/ফ্র্যাকচার পেইন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: