২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঢাকায় থেকে যাওয়ার চিন্তা শিক্ষকদের | MPO Update News
Автор: Sanjay Biswas (Digital Marketer)
Загружено: 2025-10-11
Просмотров: 1847
Описание:
Topic: বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে বৃদ্ধিসহ তিন দাবিতে লাগাতার আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। আগামীকাল রবিবার (১২ অক্টোবর) থেকে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা ঢাকায় থেকে যাওয়ার চিন্তা করছেন বলেও জানিয়েছেন। এর আগে সরকার ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলে তা প্রত্যাখান করেন শিক্ষকরা। গত ৫ অক্টোবর ওয়েবসাইটে এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে অধ্যক্ষ আজিজি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির একটি প্রজ্ঞাপন ছড়িয় পড়েছে। আমরা এ প্রজ্ঞাপনের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে কথা বলে নিশ্চিত হয়েছি যে, প্রজ্ঞাপনটি সঠিক। আমরা ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি।’
#শিক্ষামন্ত্রণালয় #mpoupdate #শিক্ষকবেতন #eftnewstoday #educationnewsbd #eftupdate #bangladesheducation #emiscell
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: