এত নৃশংসতা, এত মৃত্যু জীবনে দেখিনি | I have never seen so much brutality, so much death in my life.
Автор: Agency Bangladesh Press
Загружено: 2025-11-17
Просмотров: 91
Описание:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা যখন উড়োজাহাজে করে ভারতে পালিয়ে যাচ্ছেন, তখন যাত্রাবাড়ীর থানার সামনে সংগঠিত হচ্ছে ইতিহাসের ভয়াবহ নৃশংসতম ঘটনা ।
শেখ হাসিনা সরকারের পতনের খবরে মানুষ যখন সারা দেশের রাজপথে আনন্দে উল্যাসে মেতে উঠেছিলেন, আমি তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ফ্লোরে সাদা রঙের টাইলস মানুষের রক্তে ভেসে যাওয়া প্রত্যক্ষ করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে যারা মারা গেছেন, তাদের স্বজনদের গগনবিদারী চিৎকার শুনছি।
৫ আগস্ট রাত যখন ১১ টা বাজে, তখনও রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, মিরপুর ও উত্তরা থেকে মরদেহ আসতে থাকে। আমি তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে লাশ গুনতে থাকি। দেখতে থাকি দেহে দেহে বুলেটের ক্ষত চিহৃ। বুলেট বুক দিয়ে ঢুকে বেরিয়ে গেছে পিট দিয়ে। মরদেহগুলি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানোর তৎপরতা সেভাবে দেখিনি। বেশিরভাগ মরদেহ নিহতদের স্বজনরা নিয়ে যেতে থাকেন। সেখানে কোনো পুলিশ সদস্যদের দেখিনি।
রাত যত গভীর হয়, মরদেহের আসার পরিমাণ কমে যেতে থাকে। তবে রাত যখন ২ টা তখনো গুলিবিদ্ধ মরদেহ আসতে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
৫ আগস্ট সকাল থেকে রাত ৩ টা পর্যন্ত ঢাকা মেডিকেলে মরদেহ আসে ৪২টি। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে আসা মরদেহের সংখ্যা হবে ৩০।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গভীর রাতে ঢাকা মেডিকেলের মর্গ থেকে বাড়িতে ফিরি। ঘুরে ফিরে বুলেটবিদ্ধ ক্ষতবিক্ষত মানুষগুলোর মৃত মুখ মনের পর্দায় বারবার ভেসে উঠতে থাকে।
#agencybangladeshpress #abpexclusive #investigativereporting #investigativedocumentary #documentary #julymassacre #julymovement
#bangladesh #death #crime #sheikhhasina
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: