Traditional Mezban in Chittagong | চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান
Автор: MaMuN (Around bd)
Загружено: 2019-09-15
Просмотров: 13590
Описание:
মেজবান চট্টগ্রামের গৌরবোজ্জল ঐতিহ্য!!
মেজবান বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রামএলাকার বহুমাত্রিক ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। চট্টগ্রামের ভাষায় একে মেজ্জান বলা হয়।মেজবান ফারসি শব্দ। এর অর্থ নিমন্ত্রণকর্তা। মেজবানের উৎপত্তির সঠিক সময় নির্ণয় করা যায় না। তবে এই প্রথা সুদীর্ঘকাল ধরে চর্চিত হয়ে আসছে।
মেজবান বহুকাল থেকে চট্টগ্রামে প্রচলিত আছে। সাধারণত কোন মানুষ মারা গেলে তার কুলখানি, চেহলাম কিংবা কোন বিশেষ অনুষ্ঠানে মেজবানের আয়োজন করা হয়। এ ঐতিহ্য চট্টগ্রামের অতি প্রাচীনকালের।
মেজবান ও মেজবানি সামাজিক মর্যাদার প্রতীক। চট্টগ্রামে বিভিন্ন
সামাজিক অনুষ্ঠান উপলক্ষে যে যার সাধ্যমতো ভোজের আয়োজন করে থাকে। সাদা ভাতের সঙ্গে তিন বা চার ধরণের তরকারি পরিবেশিত হয় যেমন গরুর মাংস, নলা কাঁজি ও হাড়ের মাংস দিয়ে মুলা, লাউ বা বুটের ডাল।
চট্টগ্রামবাসীর আচার আচরণে দেশের অন্যান্য স্থানের বাসিন্দাদের তুলনায় অনেকটা ভিন্ন। তাদের রয়েছে সোনালি অতীতকাল থেকে আতিথেয়তার সোনালি ঐতিহ্য। তারা নিজেরা অপরকে আপ্যায়ন করে তৃপ্তি লাভ করে বেশি। ধর্মীয় সাধকগণের পদস্পর্শে ধন্য চট্টগ্রাম। চট্টগ্রাম বার আউলিয়ার জায়গা। এখানে ধর্মীয় পীর-অলি-বুজুর্গরা শায়িত আছেন। এদের জন্যে বাৎসরিক ফাতেহা বা ওরশ উদযাপনের মাধ্যমে যেমন দোয়া করা হয় তেমনি-সাধারণ মৃত মানুষের আত্মার মাগফেরাত কামনা ও বেহেশত লাভের অন্যতম উপায় হিসেবে ওয়ারিশগণ মনে করেন গরিব লোকদের খাওয়ানো। তারা মনে করেন খাওয়ার পর তৃপ্তি সহকারে খোদার কাছে যদি কেউ মোনাজাত করেন তাহলে বিধাতা তা কবুল করেন। এ জন্যও মেজবান আয়োজনে লোকজন এগিয়ে আসেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: