লাভজনক লাল তেলাপিয়া মাছের পোনা | পোনা মাছ বিক্রয় করা হয় | Red tilapia fish fry | 01779390319
Автор: Fishermanbd
Загружено: 2020-05-15
Просмотров: 556
Описание:
লাভজনক লাল তেলাপিয়া মাছের পোনা পোনা মাছ বিক্রয় করা হয় Red tilapia fish fry farming যোগাযোগ নাম্বার 01779390319
লাভজনক লাল তেলাপিয়া মাছের চাষ গ্রাম পর্যায়ে বেশ জনপ্রিয় উঠছে। স্বল্প বিনিয়োগ এবং অল্প কায়িক পরিশ্রমে অধিক মুনাফার সুযোগ আছে এ মাছ চাষ করে। এছাড়া এ মাছ চাষে তেমন ঝুঁকিও নাই।
https://play.google.com/store/apps/de...
এছাড়া সাথী ফসল হিসেবে মাগুর ও গুলশা মাছকেও অন্তর্ভূক্ত করে মিশ্রচাষ করা যায়। স্বাদু ও লবাণাক্ত পাতিতে এ মাছ সহজে চাষ করা যায়। পুকুরে লাল তেলাপিয়া এককভাবে চাস ককরলে বেশি মুনাফা পাওয়া যায়। এ মাছ চাষ করে যে কেউ খুলতে পারবেন ভাগ্যের দরজা।
#দেশী, গুলশা মাছ: • গুলশা মাছের পোনা চাষ পদ্ধতি | ভালোভাবে চাষ...
পুকুর নির্বাচন ও প্রস্তুতি: ছোট বড় যে কোনো পুকুরে লাল তেলাপিয়া চাষ করা যায়। তবে পানির গভীরতা তিন থেকে ৫ ফুট থাকে এমন ২০ থেকে ৫০ শাতাংশ আয়তনের পুকুরে এ মাছ চাষের জন্য নির্বাচন করার যেতে পারে।
দেশি শিং মাছের পোনা: • শিং মাছের নতুন চাষের পানা | ১ কেজিতে ৩২০০ ...
প্রথমে পুকুরের পাড় মেরামত: জলজ আগাছা পরিস্কার এবং অবাঞ্চিত মাছ দূর করে প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হয়। এবং চুন প্রয়োগের তিন দিন পরে প্রতি শতাংশে ৫০ গ্রাম ইউরিয়া ও ১০০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগের তিন দিন পর পুকুরে লাল তেলপিয়ার পোনা মুজদের ব্যবস্থা নিতে হবে।
Facebook:https://www.facebook.com/profile.php?...
পোনা মজুদ ও চাষ ব্যবস্থাপনা: পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে ৬ থেকে ৮ গ্রাম ওজনের সুস্থ সবল ১৮০ থেকে ২০০ টি পোনা মজুদ করা যেতে পারে। পোনা মজুদের পর ২৫% প্রোটিন সমৃদ্ধ সম্পূরুক খাদ্য প্রতিদিন পুকুরে মজুদকৃত মাছের মোট দৈহিক ওজনের ৩ থেকে ১০% হারে নিম্নের সারণি অনুসারে প্রয়োগ করতে হবে।
#লালতেলাপিয়া_মাছেরপোনা #Fishermanbd #তেলাপিয়ামাছ
পুকুরে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্য্য বৃদ্ধির জন্য ৭ থেকে ১০ দিন অন্তর অন্তর ৫০ গ্রাম করে ইউরিয়া ও ১০০ গ্রাম টিএসপি প্রয়োগ করা যেতে পারে। প্রতি ১৫ দিন অন্তর অন্তর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করে সম্পূরক খাদ্যের পরিমাণ পুননির্ধারণ করতে হয়।
/ fisherman-bd-362653198_fishermanbd-activit...
প্রয়োজন অনুযায়ী পুকুরের বাইরে হতে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। এবং #পুকুরের, পানির পিএইচ মাছ #চাষের, উপযোগী মাত্রায় রাখার জন্য প্রতি মাসে একবার ১০০ থেকে ১৫০ গ্রাম চুন প্রয়োগ করতে হবে।পদ্ধতিতে ৪ থেকে ৫ মাস মাছ চাষ করার পর মাছের ওজন ১৮০ থেকে ১৯০ গ্রাম ওজনের হবে। তখন তা বিক্রির জন্য আহরণ করতে হবে। পুকুরে বেড় জাল টেনে এবং পরবর্তীতে শুকিয়ে সমস্ত মাছ আহরণ করা যায়। এবং আধা নিবিড় পদ্ধতিতে লাল তেলাপিয়া মাছ চাষ করে ৪ থেকে ৫ মাসে প্রতি হেক্টরে ৭ থেকে ৮ টন মাছ উৎপাদন সম্ভব।
লাল #তেলাপিয়া, মাছের রোগ ও প্রতিকার: লাল তেলাপিয়া একটি উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ। তবে উচ্চ মজুদ ঘনত্ব ও বদ্ধ জলজ পরিবেশে পরিত্যক্ত খাবার: মাছের বিপাকীয় বর্জ্য ও অন্যান্য আবর্জনা পচনের ফলে পানি দূষিত হয়ে অনেক সময়ে রোগের ঝুকি বৃদ্ধি করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: