কাতার বিশ্বকাপ ২০২২ | ভয়ংকর ১০টি দল যারা কাঁপাবে বিশ্বকাপ | ফুটবল বিশ্বকাপ ২০২২ |Fifa World Cup 2022
Автор: Utshob Sports
Загружено: 2022-09-13
Просмотров: 6185
Описание:
কাতার বিশ্বকাপ ২০২২ | ভয়ংকর ১০টি দল যারা কাঁপাবে বিশ্বকাপ | ফুটবল বিশ্বকাপ ২০২২ |Fifa World Cup 2022
Welcome to Utshob Sports
ফুটবলে ২২ জন খেলোয়াড়ের সমন্বয়ে মাত্র ৯০ মিনিটের খেলায় জয় পরাজয় নির্ধারিত হয়। সময় অতি অল্প থাকায়, টান টান উত্তেজনা বিরাজ করে পুরো খেলায়। এর মধ্যে কিছু দল আছে আবার খুবই এগ্রেসিভ। কাতার বিশ্বকাপের জন্যে প্রস্তুত হয়ে আছে সেসব দল। চলুন দেখে আসি কাতার বিশ্বকাপের সেরা ১০ টি শক্তিশালী দল।
১০. নেদারল্যান্ড
নেদারল্যান্ডসের কথা যখনই শুনছেন, তখন হয়তো অনেকেই ভাবতে পারেন, নেদারল্যান্ড কেনো? তার কারনটি হলো, বর্তমান সময়ে নেদারল্যান্ডসের দলে রয়েছে বেশকিছু প্রতিভাবান এবং আগ্রাসী খেলোয়াড়। যাদের দলে রয়েছে ভ্যান ডাই ডি ইউনিকের মতো তারকা খেলোয়াড়। পাশাপাশি নেদারল্যান্ডসের খেলোয়াড়েরা দাঁপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন লীগ গুলোতে। তাই তাদের দল শক্তিশালী হওয়ার কথাই ছিলো।।
৯.সেনেগাল
সেনেগাল বর্তমান আফ্রিকার অন্যতম চ্যাম্পিয়ন একটি দল। বর্তমান সময়ে খুব ভালো পজিশনে থাকা দলগুলোর মধ্যে সেনেগাল একটি। দলটিতে খুব তারকার ছড়াছড়ি না থাকলেও টিম ওয়ার্ক এবং ওভারল কম্বিবেশনে বেশ ছন্দে আছে সেনেগাল। সাদিও মানে, ও ম্যান্ডির মতো তারকা ফুটবলার রয়েছে সেনেগালে। কাতার বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের ফেভারিট দল সেনেগাল। তাই বলাই যায়, এই বিশ্বকাপে ভালো করতে মুখিয়ে আছে দলটি।
৮. জার্মানি
জার্মানি, চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। যাদের আক্রমণাত্মক ভাগ এবং গতিময় খেলায় জোড়া মেলা ভার। অন্যান্য অনেক দলের মতো জার্মানি বিশ্বকাপে টপ ফেভারিট দলগুলোর মধ্যে একটি। যদিও গত বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স ছিলো অত্যন্ত বাজে৷ তবে ২০২২ কাতার বিশ্বকাপে প্রতিপক্ষের আতংকের কারণ হবে জার্মানি। বর্তমান সময়ে ফর্মে তুঙ্গে আছে এই দলটি।
৭. পর্তুগাল
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম আশ্চর্য ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল, বিশ্ববাসীর কাছে অন্যতম হট ফেভারিট একটি দল। ভ্রুনো, ফার্নান্দেজ, পেপে, এবং রোনালদোর মতো খেলোয়াড় থাকলে, সেই দলটি কেনোই বা হট ফেভারিট হবে না। ২০২২ কাতার বিশ্বকাপ হতে পারে রোনালদোর বিশ্বকাপ। তাই এই বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে থাকবে পর্তুগালের খেলোয়াড়রা।
৬. স্পেইন
তারকায় ঠাঁসা দলগুলোর মধ্যে একটি স্পেইন। কারন, পিকে, ডিয়াগো কস্টা, ভিজিয়াইয়ের মতো বড় বড় তারকা খেলোয়াড় রয়েছেন এই দলে। স্পেনিশ জায়ান্ট হিসেবে এবারের কাতার বিশ্বকাপ কাঁপাবে স্পেইন।
৫. ইংল্যান্ড
গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা ইংল্যান্ড কাতার বিশ্বকাপে হাজির হবে আরো ভয়ংকর রুপে। বর্তমান ইংল্যান্ডের পারফরম্যান্স সেরকম কিছুরই জানান দেয়। এই দলটিতে রয়েছে হ্যারিকেইন, স্টার্লিং, ডেইলিয়ার্লির মতো ভয়ংকর কিছু খেলোয়াড়। যারা প্রতিপক্ষ শিবিরে ঝড় তুলতে যথেষ্ট।
৪. আর্জেন্টিনা
বর্তমান বিশ্বে অন্যতম হট ফেভারিট দল আর্জেন্টিনা। আর বাংলাদেশে টপ ফেভারিট দুদলের মধ্যে একদল। হবে নাই বা কেনো। এই দলেই যে রয়েছে ফুটবল বিশ্বে "গোট" খ্যাত লিওনেল মেসি। যে কিনা রেকর্ড সংখ্যক ৭ বাফ ব্যালন ডি অর জিতেছেন। মেসির হাতে উঠেছিলো কোপা আমেরিকার ট্রফি। তবে ধরা হয়নি কোনো বিশ্বকাপের ট্রফি৷ তাই বিশ্বকাপে নিজের শেষ চেষ্টাটুকু করে যাবেন মেসি। পাশাপাশি আর্জেন্টিনা দলটি বর্তমানে যে ছন্দে আছে, তাতে কে জানে হয়তো, কাতার বিশ্বকাপটি অপেক্ষা করছে তাদের জন্যেই।
৩. ফ্রান্স
বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম শক্তিশালী একটি দল ফ্রান্স। গত বিশ্বকাপে যারা ফ্রান্সের খেলা দেখেছে তারা হয়তো বলতে পারবে ফ্রান্সের প্লেয়িং স্ট্র্যাটেজি কতটা মজবুত। ফ্রান্সের বর্তমান দলটিতে রয়েছেন গোল মেশিন কিলিয়ান এম্বাপ্পে, করিম বেঞ্জামা, পল পগমা, ডেম্বেলে এবং কান্তের মতো বিশ্বমানের খেলোয়াড়েরা। তাই বলা যায়, কাতার বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত ফ্রান্স।
২. বেলজিয়াম
বিশ্বকাপের আরেক আতংকের নাম হবে বেলজিয়াম। যারা গত বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করে খেলেছেন সেমি ফাইনাল। এই দলটিই রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের পথের কাঁটা হয়েছিলো। বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোল কিপার করতোয়াও কিন্তু এই বেলজিয়ামেরই। এছাড়াও কেভিন ডি ব্রুয়িন, লুকাক্কু, ইডেন হ্যাজার্ডের মতো ভয়ংকর খেলোয়াড়গুলোও এই দলে। তাই এবারের কাতার বিশ্বকাপে নিজের ঝলক দেখাবে বেলজিয়াম।
১০. ব্রাজিল
ব্রাজিলই একমাত্র দল যারা বিশ্বকাপের সবগুলো আসরেই অংশগ্রহণ করেছে। এবং এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে সফল দল ব্রাজিল। যারা সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে। বাংলাদেশেও টপ ফেভারিট দুদলের মধ্যে একটি হলো ব্রাজিল। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে এক নাম্বার অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের বর্তমান দলটিতে রয়েছে এক ঝাঁক বিশ্বমানের খেলোয়াড়। আপনি যেই দলের সাপোর্টারই হন না কেনো ব্রাজিলের টিম কম্বিনেশন আপনাকে অবাক করবেই। আর তাই এবারের কাতার বিশ্বকাপের অন্যতম যোগ্য একটি দাবিদার নেইমারের ব্রাজিল।
দর্শক, ২০২২ কাতার বিশ্বকাপে আপনি কোন দল সাপোর্ট করছেন? জানান আমাদের কমেন্ট সেকশনে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।
#fifaworldcup2022
Thank you so much...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: