আসমানে যাইওনা বন্ধু | Asmane Jaiona Bondu | কামনা সরকার | বাউল গান | Baticrom Music |
Автор: Baticrom Music
Загружено: 2025-12-01
Просмотров: 912
Описание:
এই গানটি ভালোবাসা ও আবেগের এক মর্মস্পর্শী প্রকাশ। বন্ধু-সাথী বা প্রাণের মানুষ হারিয়ে যাওয়ার ভয়, দূরে সরে যাওয়ার অসম্ভবতা আর চিরস্থায়ী বন্ধুত্বের আকাঙ্খা এখানে ফুটে উঠেছে।
“আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না” — এসব কথা বলে গানটি যেন বলছে, আমি কখনো এমন জায়গায় যেতে চাই না যেখানে তোমায় কাছে পাবো না, যেখানে তোমার স্পর্শ হবে না।
“তোমায় পাতালে যাইও নারে বন্ধু, ছুইতে পারবো না তোমায়” — এ অংশে আছে গভীর অনিশ্চয়তা, ভয় যে আমাদের এ দুনিয়া-এ একসাথে ওঠা সম্ভব না হয়।
“বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া” — এখানে বন্ধুর সঙ্গে অন্তরের সংযোগ, আত্মার বন্ধন বোঝানো হয়েছে।
সার্বিকভাবে গানটি এমন এক বন্ধুত্ব বা ভালোবাসার গাথা বলছে — যেখানে শুধু দেখা নয়, অনুভব কারা, হয়তো শারীরিকভাবে না হলেও অন্তর দিয়ে থাকা — সেই চির-বিনিম
শিল্পী : কামনা সরকার
নিয়মিত নতুন গান পেতে "ব্যতিক্রম মিউজিক" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটন অন করে দিন।
লাইক দিন, শেয়ার করুন এবং বাংলা লোকগানের এই যাত্রায় আমাদের সঙ্গ দিন।
"ব্যতিক্রম মিউজিক" বাউল সুরে হৃদয়ের কথা।
সতর্কবার্তাঃ-
এই চ্যানেলের সমস্ত ভিডিওর মালিক শুধু মাত্র "ব্যতিক্রম মিউজিক" দয়া করে কেউ অন্যকোন ওয়েব সাইট Facebook Page ও Youtube কেউ রিআপলোড করবেন না, কেউ রিআপলোড করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
《《 দাবিত্যাগ 》》
"কপিরাইট অস্বীকৃতি, কপিরাইট আইন 1976 এর ধারা 107 এর অধীনে, সমালোচনা, মন্তব্য, সংবাদ প্রতিবেদন, শিক্ষা, বৃত্তি এবং গবেষণার মতো উদ্দেশ্যে 'ন্যায্য ব্যবহারের' জন্য ভাতা দেওয়া হয়। ন্যায্য ব্যবহার হল কপিরাইট আইন দ্বারা অনুমোদিত একটি ব্যবহার যা অন্যথায় লঙ্ঘন হতে পারে। অলাভজনক, ন্যায্য ব্যবহারে ব্যক্তিগত বা শিক্ষাগত ভারসাম্য ব্যবহারে ন্যায্য ব্যবহার।
#আসমানে_যাইও_না_র_বন্ধু #বন্ধু
#Baticrommusic
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: