নওগাঁ জেলার থানা গুলো তে সেবা নিতে এসে অভিযোগ বা জিডি করতে কোন টাকা লাগে না।
Автор: NEWSAN24
Загружено: 2020-11-10
Просмотров: 65
Описание:
নওগাঁ জেলার থানা গুলো তে সেবা নিতে এসে অভিযোগ বা জিডি করতে কোন টাকা লাগে না। থানায় সেবা নিতে এসে সহজেই অভিযোগ (জিডি) করতে পারবেন সকলেই। অসুবিধা যেন না হয় সেজন্য জেলার সকল থানায় জিডি ফর্ম বই দিয়েছেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। আজ মঙ্গলবার সকাল দশটায় সদর মডেল থানায় সংবাদ সম্মেলন করে এই তথ্য সাংবাদিকদের জানিয়ে দেন। তিনি বলেন, নওগাঁ সদর সহ জেলার ১১টি থানায় জিডি করতে কোন টাকা, পয়সা লাগবে না। জিডি করতে এসে কেউ হয়রানির শিকার যেন না হয়, সেজন্যই ডিউটি অফিসারের কক্ষে পাওয়া যাবে বিনামূল্য জিডি ফর্ম সেই ফরম পূরণ করে দিলেই পেয়ে যাবে সে কাঙ্খিত সেবা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, কেউ সেবা নিতে এসে পড়ালেখা না জানলে তার ফর্ম পুরন করে দিবেন ডিউটি অফিসার। সেক্ষেত্রে কোন টাকা-পয়সা গুনতে হবে না। ফর্ম পুরন করে যদি কোন পুলিশ সদস্য টাকা নিয়ে থাকে এমন কোন কিছু প্রমাণ করতে পারলে। তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: