মরিচ গাছের ফলন বাড়ানোর উপায় – লঙ্কা গাছের তিনগুণ ফলন হবে
Автор: A K AGRO
Загружено: 2024-07-01
Просмотров: 241
Описание:
মরিচ গাছের ফলন বাড়ানোর উপায় – লঙ্কা গাছের তিনগুণ ফলন হবে
যে কোন প্রকার সবজির চারা ক্রয় করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। যোগাযোগ এর ঠিকানা
একে এগ্রো
ইউনিট১ হরকলি ফকির পাড়া পাগলাপীর সদর রংপুর,
ইউনিট ২ দক্ষিণ সিংগের গারী কিশোরগঞ্জ নীলফামারী
এবং সেফ এন্ড গ্রীন এগ্রো সলেয়াশাহ সদর রংপুর
প্রোপাইটার মোহাম্মদ আব্দুল খালেক
মোবাইল নম্বর: 01722358823 অথবা 01303075951 ধন্যবাদ
প্রথমেই একটি মগে দুই লিটার পরিমাণ জল নিতে হবে, এতে যোগ করতে হবে সালফার যুক্ত ছত্রাক নাশক অর্থাৎ থিয়োভিট। প্রতি লিটার জলের জন্য তিন গ্রাম হারে ব্যবহার করতে হবে। এটি গাছের ফুল-ফল ঝরে পড়া রোধ করতে অনেকটাই কার্যকরী।
এরপর এই দ্রবণে যোগ করতে হবে সলুবোর বোরন, এটি গাছের ফুল-ফল সংখ্যা যেমন বৃদ্ধি করে, একই সাথে গাছের ফুল-ফল ঝরে পড়া রোধ করতে সবচেয়ে বেশি কাজ করে। পরিমান হবে ২ থেকে ৩ গ্রাম প্রতি লিটার জলের জন্য।
এরপর যোগ করতে হবে চিলেটেড জিং। এটি গাছের নতুন কুশী পাতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং কুঁড়ি পড়া বন্ধ করে। যার ফলে গাছের অধিক পরিমাণে ফুল আসে। পরিমান হবে হাফ গ্রাম প্রতি লিটার জলের জন্য।
এরপরের দিতে হবে ফ্লোরা, এটি নাইট্রোজেনযুক্ত একটি পিজিআর। গাছের অধিক পরিমাণে ফুল-ফল আনতে এবং একই সাথে গাছের ফুল-ফল ঝরে পড়া রোধ করতে খুব ভালো কাজ করে। পরিমান হবে ২ থেকে ৩ গ্রাম প্রতি লিটার জলের জন্য।
এবার এই দ্রবণকে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট মিশ্রণ করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে সবগুলো উপাদান মিশে যায়। আপনি জৈবিক ভাবে ফসল উৎপাদন করতে গেলেও, এই কয়টি উপাদান আপনাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে। কারণ আপনি এগুলোর চাহিদা অন্য কিছু দিয়ে সহজে পূরণ করতে পারবেন না।
❏ মরিচ গাছে সার দেওয়ার নিয়ম
এবার একটি স্প্রে বোতলে ভরে, পড়ন্ত বিকেল বেলায় আপনার গাছে খুব ভালোভাবে নিচ থেকে উপর পর্যন্ত গাছে স্প্রে করতে হবে। এটি ফুল ফোটার আগে স্প্রে করলে খুব ভালো কাজ করে। ফুল ফোটার সময় যেকোনো স্প্রে করলেই পরাগায়নে ব্যাঘাত ঘটে।
আপনারা বস্তায় কিংবা টবের মধ্যে মাটি ভরে মরিচ চাষ করতে পারেন। ছাদ বাগানে কতদিন পর পর স্প্রে করবেন? অবশ্যই পনেরো দিন পর পর স্প্রে করবেন, ওভারডোজ করবেন না। যেহেতু পরিমাণে খুবই কম লাগে, তাই একবার কিনলে অনায়াসে এক বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: