এটাই কি আমাদের বাংলাদেশ?নাকি আমরা একদিন বদলাতে চাই | country talk motivation |2026
Автор: Nurvision24
Загружено: 2026-01-12
Просмотров: 4
Описание:
Video description :
------------------------------
এটা বাংলাদেশ!”
একটা বাক্য—কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো প্রশ্ন, অসংখ্য দীর্ঘশ্বাস আর নীরব আর্তনাদ।
“এই দেশে ন্যায়ের পক্ষে কথা বলার স্বাধীনতা আছে”—
এই কথাটা আমরা শুনি, বলি, লিখি।
কিন্তু বাস্তবে কি সত্যিই আছে?
এটা বাংলাদেশ—
এখানে থেকে আপনি ন্যায়ের কথা বলতে পারবেন বলা হয়,
কিন্তু বললেই তার মূল্য দিতে হয় জীবন দিয়ে, স্বাধীনতা দিয়ে, কিংবা চুপ করে বেঁচে থাকার শর্তে।
এটা বাংলাদেশ,
এখানে দুর্নীতি হবেই।
কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না।
এটা বাংলাদেশ,
এখানে গুম হবে, খুন হবে।
কিন্তু এর বিরুদ্ধে মুখ খুললে
আপনাকেই অপরাধী বানানো হবে।
এটা বাংলাদেশ,
এখানে সরকারি ত্রাণ চুরি হবে,
ক্ষুধার্ত মানুষের অধিকার লুট হবে,
কিন্তু সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দেখানো যাবে না। 🤫
এটা বাংলাদেশ—
এখানে নারী স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারবে না।
আর যদি কোনো নারী নির্যাতনের শিকার হয়,
তাহলে প্রশ্ন করা হবে তার চরিত্র নিয়ে,
অপরাধীর বিরুদ্ধে নয়।
এর বিরুদ্ধেও কথা বলা যাবে না। 🤫
এটা বাংলাদেশ,
এখানে আইন লেখা হয়,
কিন্তু আইনের প্রয়োগ হয় না।
আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে কথা বলাও অপরাধ।
এটা বাংলাদেশ—
এখানে নেতা চুরি করবে,
চাল-গম লুট করবে,
রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ বানাবে।
আর আপনার কোনো “রাইট” থাকবে না প্রশ্ন করার।
আপনার কথা বলার অধিকার নাই,
কিন্তু চোরের চুরি করার অধিকার আছে। 🤫
এটা বাংলাদেশ,
এখানে নবীকে নিয়ে কটূক্তি করলে বিচার হয় না,
কিন্তু কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে কথা বললেই
বিচার শুরু হয়ে যায়।
এটা বাংলাদেশ,
এখানে পবিত্র কোরআনের আয়াত নিয়ে
ভুল ব্যাখ্যা ছড়ালেও শাস্তি হয় না,
কিন্তু নেতার বক্তব্য নিয়ে প্রশ্ন তুললে
আপনাকে জেলে যেতে হবে,
নয়তো “উপরে”।
আর যদি আপনি প্রতিবাদ করেন—
তাহলে হয়তো আপনাকে চুপ করিয়ে দেওয়া হবে,
নয়তো আপনার পরিবারকে শাস্তি দেওয়া হবে।
এই দেশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য—
মা–বাবার বুক খালি হওয়া,
সন্তানদের এতিম হওয়া।
হাদি ভাই হয়তো এসব ভুলে গিয়েছিলেন।
তাই আজ তিনি কোমায়—
বাঁচা আর মরার মাঝখানে লড়াই করছেন।
তার অপরাধ একটাই—
তিনি কথা বলেছিলেন।
এই বাংলাদেশে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন হবেই।
আপনি কেন কথা বলবেন?
এখন আপনার সামনে মাত্র দুটি অপশন—
১️⃣ অন্যায় মেনে নিয়ে চুপচাপ বেঁচে থাকা
২️⃣ প্রতিবাদ করে সব হারানোর ঝুঁকি নেওয়া
স্বাধীনভাবে নেওয়ার মতো
এই একটামাত্র সিদ্ধান্তের স্বাধীনতাই
আজ আমাদের হাতে আছে।
ডিসিশন আপনার।
মানবেন, না মানবেন—
এখন সেটাই প্রশ্ন।
এটাই কি আমাদের বাংলাদেশ?
নাকি আমরা একদিন বদলাতে চাই?
#nurvision24
#এটা_বাংলাদেশ
#বাংলাদেশ
#সত্য_কথা
#ন্যায়ের_কথা
#প্রতিবাদ
#ভয়_নয়_প্রতিবাদ
#চুপ_থাকা_অপরাধ
#অন্যায়ের_বিরুদ্ধে
#ন্যায়বিচার
#মানবাধিকার
#মতপ্রকাশের_স্বাধীনতা
#FreeSpeech
#JusticeForAll
#HumanRightsBangladesh
#দুর্নীতির_বিরুদ্ধে
#দুঃশাসন
#Corruption
#StopCorruption
#রাষ্ট্রীয়_লুট
#ভয়ের_বাংলাদেশ
#SilentNation
#SpeakUp
#NoMoreSilence
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: