হাতছাড়া হচ্ছে সময়! ২০২৬-এর ভোটের টার্গেটে কি এবার BU-এর সব ছাত্রছাত্রীরা? এখনই সতর্ক হও! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Автор: S.N ACADEMY
Загружено: 2026-01-17
Просмотров: 2009
Описание:
আমার স্নেহের ছাত্রছাত্রীরা,
আজকের ভিডিওটা শুধু একজন ইউটিউবার হিসেবে নয়, তোমাদের বড় ভাই হিসেবে বানালাম। আমি জানি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আর ২০২৬-এর এই ভোট নিয়ে তোমরা কতটা মানসিক চাপের মধ্যে আছ। একদিকে সিলেবাসের চিন্তা, আর অন্যদিকে পরীক্ষার তারিখ নিয়ে এই চরম অনিশ্চয়তা—সব মিলিয়ে তোমাদের রাতের ঘুম উড়ে গেছে।
আমি তোমাদের পাশে আছি। এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো শুধু তথ্য নয়, বরং তোমাদের আগামীর সতর্কতা। আমি চাই না হুট করে পরীক্ষার রুটিন দিয়ে দিলে তোমরা দিশেহারা হয়ে যাও। তোমাদের প্রতিটি মুহূর্ত এখন দামী।
তোমাদের কাছে আমার একটাই অনুরোধ: ভিডিওটা দেখে যদি মনে হয় আমি তোমাদের মনের কথাগুলো বলতে পেরেছি, তবে এখনই ভিডিওটি তোমার কলেজের গ্রুপে বা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমার একটা শেয়ার হয়তো কোনো একটা বন্ধুকে আজ পড়তে বসতে সাহায্য করবে, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।
আগামীকাল ঠিক এই সময়ে আমি তোমাদের জন্য আরও একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসব যেখানে (ফর্ম ফিলাপ/সাজেশন) নিয়ে এমন কিছু বলব যা শুনলে তোমাদের অর্ধেক দুশ্চিন্তা কমে যাবে। সেই গুরুত্বপূর্ণ আপডেটটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।
মনে রেখো, লড়াইটা তোমাদের একার নয়, আমরা সবাই মিলে এই সেমিস্টার জয় করব।
ভালো থেকো, আর লড়তে শেখো। জয় হিন্দ! 🇮🇳
#BurdwanUniversity #BUExamNews #BU1stSem #BU3rdSem #BU5thSem #Vote2026 #ExamUpdate #EducationNews #BurdwanUniversityExamDate #StudentAlert
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: