সুন্দরবনের আলীবান্দা ইকোপার্ক: পর্যটন সম্ভাবনার, নতুন করিডর! Sundarban Express । Eco Park Sundarban
Автор: Sundarban Express
Загружено: 2022-06-27
Просмотров: 390
Описание:
Welcome Friends!
In this particular video, I’m going to show you,
সুন্দরবনের আলীবান্দা: শরণখোলায়, পর্যটন সম্ভাবনার, নতুন করিডর!
ডাঙায় বাঘ আর জলে কুমিরের রাজত্ব। পর্যটকদের কাছে, টান টান উত্তেজনারএকটাই উৎস, সেটি হলো সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনও, এই সুন্দরবন। সুন্দরবনে বেড়াতে যাওয়ার, মৌওসুম শুরু হয় অক্টোবরে, যা এপ্রিল পর্যন্ত, জমজমাট থাকে। যদিও সারাবছরই সেখানে, যাওয়ার সুযোগ রয়েছে। সুন্দরবনে ভ্রমণ, অন্যকোনো পর্যটনের চেয়ে, ভিন্ন ও অনন্য।
বনবিভাগের অনুমতি সাপেক্ষে, তাদের আদেশ-নিষেধ মেনে, সুন্দরবনে ভ্রমণে যেতে হয়। অপরূপ
সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। বিশ্বের একমাত্র বৃহত্তম, ম্যানগ্রোভ ফরেস্টকে ঘিরে, দেশি-বিদেশি পর্যটকদের ব্যাপক আগ্রহ। সবুজের সমরোহে, নয়নাভিরাম সৌন্দর্য, উপভোগ করতে অনেকে বেড়াতে আসেন সুন্দরবনে।
সুন্দরবনে নতুন চারটি, পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম কেন্দ্র, নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে এগুলোর, ৩০ শতাংশ কাজ, শেষ হয়েছে। ২০২১ সালে শুরু হওয়া, প্রকল্পটি আগামী ডিসেম্বরে, শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্প ব্যয় প্রায়, ২৫ কোটি টাকা।
পর্যটনকেন্দ্রগুলো হচ্ছে- সুন্দরবনের খুলনা রেঞ্জের, শেখেরটেক ও কালাবগী, শরণখোলা রেঞ্জের আলীবান্ধা এবং চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক।
শরণখোলা রেঞ্জের, আলীবান্ধায় হতে যাওয়া, ইকোপার্কে থাকবে, ফুট্রেইল ওয়াসটাওয়ার, গোল ঘর, হরিণের জন্য ফেন্সি আরও কত কি
পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে, বাগেরহাটের পর্যটন বিকাশের, ব্যাপক সম্ভাবনা। শরণখোলা রেঞ্জে, আলীবান্দার, ইকোপার্ক, মন কাড়বে, ভ্রমন পিপাসুদের। নির্মল বিনোদন সুবিধার, সংকট সমাধানের পাশাপাশি, বাড়বে রাজস্ব আয়ও। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ঘিরে, এখানে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে পারলে, অত্র এলাকার, অর্থনৈতিক চাকা সচল হবে এবং ব্যাপক উন্নয়ন ঘটবে।
পদ্মা সেতু চালু হওয়ার কারনে, একজন অফিস শেষ করে, বৃহস্পতিবার বিকেলে রওনা দিয়ে, রাত ও শুক্রবার দিনে সুন্দরবনে ট্যুর করে, আবার ঢাকায় ফিরে যাবেন। সে ক্ষেত্রে, অনেক বেশি মানুষ, এমন ট্যুরে আগ্রহী হবেন। অনেক কটেজ, তৈরি হবে। কমিউনিটি বেজ, ট্যুরিজমের সুযোগ সৃষ্টি হবে।
২০২১-২২ অর্থবছরে, সুন্দরবনের, বাগেরহাট অংশে, পর্যটক এসেছেন, ১ লাখ ২০ হাজার। যেখান থেকে, রাজস্ব এসেছে ১ কোটি ২৫ লাখ টাকা। সেতু চালুর ফলে দূরত্ব, ও আসা-যাওয়ার সময় কমে আসবে। ঢাকাসহ, অন্য অঞ্চলের, পর্যটকদের পাশাপাশি, বিদেশি পর্যটকদের ও আগ্রহ বাড়বে, এসব পর্যটন এলাকায়। এতে পর্যটকের পাশাপাশি, এ অঞ্চলে, পর্যটনকেন্দ্রিক, বিনিয়োগও বাড়াবে, যা স্থানীয় লোকজনের, কর্মসংস্থানসহ, আর্থসামাজিক উন্নয়নে, ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞ মত দিয়েছেন: সুন্দরবন, প্রকৃতির, অনবদ্য দান। পৃথিবীর সবচেয়ে বড়, শ্বাসমূলীয় বনটি, প্রাকৃতিক দুর্যোগে, উপকূলীয়, সুরক্ষাবলয় হিসেবে, সিডর, আইলা, বুলবুল কিংবা আম্পানে, ঢাল হিসেবে রক্ষা করেছে আমাদের। অথচ ভালোবাসার এ বন, খোদ বন বিভাগের অবহেলা, দায়িত্বহীনতা ও লোভের শিকার। 'উন্নয়নের' নামে, গাছপালা কেটে, গড়ে তোলা হচ্ছে, ইট-কংক্রিটের ইকো ট্যুরিজম পার্ক।
বন বিভাগের ভাষ্য: প্রকল্প পরিচালক ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, প্রতি বছরই পর্যটকের সংখ্যা বাড়ছে। এতে বনে চাপ বাড়ছে। এ চাপ কমাতে লোকালয়ের কাছাকাছি এলাকায় চারটি কেন্দ্র নির্মাণ হচ্ছে। স্থাপনা টেকসই করতে আরসিসি করা হচ্ছে। কাঠ দিয়ে তৈরি করলে গাছ কাটতে হতো। সেটিও তো বনের জন্য ক্ষতিকর।
(প্রতিবেদক শাওন হোসেন) তথ্যসূত্র: প্রথম আলো, টাকা পোষ্ট, সমকাল
“Don’t Forget to SUBSCRIBE, Like, Comments and Share this Video”
"DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel is meant for EDUCATIONAL PURPOSE only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: