ক্যান্সার রোগের মত গবেষণাও পর্যাপ্ত ফান্ড পাচ্ছে না গবেষকরা।
Автор: AL Documentary
Загружено: 2024-02-20
Просмотров: 63
Описание:
ক্যান্সার রোগের মত গবেষণাও পর্যাপ্ত ফান্ড পাচ্ছে না গবেষকরা।
_________________________________________________********************
তরুণ গবেষক ড. মো. ইসমাইল হোসেন বলেছেন মিউটেশন ডিটেক্ট করতে পারলে খুব সহজে ক্যান্সার চিকিৎসা দেওয়া সম্ভব।
উন্নত বিশ্বে ক্যান্সার গবেষণায় Next Generation Sequencing Machine ব্যবহার করা হয়। ফলে ক্যান্সার জিনোম মিউটেশন কখন ঘটে তা খুব সহজেই গবেষণায় বের করা যায় ফলে চিকিৎসা প্রদান করাও অতীব সহজ হয়।
_______________________________________________***********************
ক্যান্সার গবেষণায় চ্যালেঞ্জঃ
ক্যান্সার গবেষণার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে যার মধ্যে রয়েছে: বেসরকারি এবং পাবলিক উভয় ক্ষেত্রেই অর্থায়নের ফাঁক (উল্লেখ করে প্রাথমিক 'মৃত্যু উপত্যকায়' - প্রাক-ক্লিনিক্যাল থেকে ক্লিনিকাল মূল্যায়ন পর্যন্ত); শিল্পে একাডেমিক গবেষণা এবং গবেষণা উভয়ের চাপ যা সৃজনশীলতাকে ম্লান করতে পারে এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছার চেয়ে ফলাফলের অগ্রাধিকারের দিকে নিয়ে যেতে পারে এবং এমন ক্ষেত্রগুলি অন্বেষণ করতে পারে যেগুলি সর্বোচ্চ ফলন হতে পারে (উচ্চ ঝুঁকি, উচ্চ পুরস্কার; উদ্ভাবন যা অ-এর ফলে হতে পারে চাপযুক্ত, স্বার্থের জন্য আনন্দিত ফোকাস বনাম ফলাফল); বিজ্ঞানীদের সকল জনগোষ্ঠীর মধ্যে একটি কার্যকর গবেষণা কর্মজীবন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, কিন্তু বিশেষ করে নারী সহ সংখ্যালঘুদের মধ্যে।
যদিও চ্যালেঞ্জগুলি অনেক, এটি ত্বরিত আবিষ্কার এবং অগ্রগতির সাথে ক্যান্সার গবেষণার জন্য একটি "সুবর্ণ" সময় কারণ এটি ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।
খাদ্যভ্যাস ও ক্যান্সারঃ
ধূমপান বা মদ্যপান ছেড়ে দেয়া বা পরিমাণ কমিয়ে আনা। পান-সুপারি জর্দা, তামাকপাতা খাওয়া বন্ধ করা। চর্বিজাতীয় পদার্থ কম খাওয়া । প্রচুর পরিমাণে শাক-সবজি, ফলমূল এবং আঁশজাতীয় খাবার খাওয়া।
ব্যায়াম এবং ক্যান্সারঃ
প্রত্যেকদিন নিয়মিত কিছু ব্যায়াম করা যেমন-দৌড়ানো, সাইকেল চালনো, নাচ করা, হাঁটা।
সপ্তাহে কমপক্ষে ২দিন ভারী ব্যায়াম করতে হবে।
Contact Us:
WhatsApp : +8801777660501
To Follow Me
Facebook : / alemranchemist
Instagram : / al_emran_bd
Email : [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: