আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে (মহাগুরু ফকির লালন সাঁই) baulbare.com
Автор: Baul Bari
Загружено: 2017-09-05
Просмотров: 8684
Описание:
আর কি হবে মানব জনম বসবো সাধুর মেলে ।
হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে ।।
কত কত লক্ষ যোনী
ভ্রমণ করে জানি
মানবকুলে মন রে তুমি
এসে কি করিলে ।।
মানবকুলেতে আসায়
কত দেব-দেবতা বাঞ্ছিত হয়
হেন জনম দীন-দয়াময়
দিয়েছে কোন ফলে ।।
ভুল না রে মনরসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে ।।
কথা ও সুরঃ মহাগুরু ফকির লালন সাঁই ।
কণ্ঠশিল্পীঃ বাউল আয়নালহক ।
বাউলবাড়ি ।
baulbare.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: