মেজর ডালিমের দাবি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ লাখ! প্রকৃত সত্য কী?
Автор: Legacies and Literature
Загружено: 2024-12-18
Просмотров: 561
Описание:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। কিন্তু কিছু মানুষ এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়।একজন মেজর ডালিম কিংবা শেখ মুজিব শহীদের সংখ্যা বাড়িয়ে কিংবা কমিয়ে বললেই প্রকৃত ইতিহাস মিথ্যা হয়ে যায় না।
মেজর ডালিম ত্রিশ লক্ষ শহীদ ভূয়া প্রচারণা দাবি করছেন। আরও অনেকে মনে করেন শেখ মুজিব ভুলে তিন লক্ষের জায়গায় তিন মিলিয়ন বলেছিলেন। তৎকালীন জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্রে শহীদের সংখ্যা নিয়ে কী তথ্য আছে সেটা আমরা কয়জন জানি?
চলুন আপনাদের সামনে সেই রিপোর্ট গুলো উপস্থাপন করি।
১) নিউইউর্ক টাইমস পত্রিকা ১৯৭১ সালের এপ্রিলের ৭ তারিখে রিপোর্ট করেছিলো শহীদের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে এবং বাড়ছে। সেই একই পত্রিকা সেপ্টেম্বর মাসে আরেকটি প্রতিবেদনে বলেছে শহীদের সংখ্যা প্রায় ১০ লক্ষাধিক।
২) News Week এপ্রিলের ২৮ তারিখে প্রতিবেদন করেছিলো, নিহতের সংখ্যা প্রায় ৭ লক্ষ।
৩) The Baltimore sun ১৪ মে ১৯৭১ তাদের সংবাদে উল্লেখ্য করেছে, শহীদের সংখ্যাটা ৫ লাখ হতে পারে।
৪) Wall Street Journal ২৩ জুলাই রিপোর্ট করেছে, সংখ্যাটা প্রায় ১০ লক্ষ।
নিচের ইউটিউব লিংকে ঘুরে ভিডিও দেখে আসেন। তৎকালীন রাজনৈতিক নেতা, সেক্টর কমান্ডার এবং আন্তর্জাতিক পত্রিকার আলোকে প্রকৃত সত্য তুলে ধরার চেষ্টা করছি। আসা করি ভূল ভাঙ্গবে।
#বাংলাদেশ #মুক্তিযুদ্ধ #১৯৭১
#শহীদ #ত্রিশ_লাখ_শহীদ
#মুক্তিযোদ্ধাদের_সর্বশেষ_খবর
#মুক্তিযোদ্ধা_তালিকা #মুক্তিযোদ্ধ_মন্ত্রনালয় #banglanews #বাংলাখবর #বীরশ্রেষ্ঠ
#liberation #liberal #historyofbangladesh #banglanews #banglawaz
#mejor_Dalim #Dalim #মেজর_ডালিম #সাংবাদিক_ইলিয়াস #শর্মিলা_বসু
#ইতিহাস #রাজনীতি #সাহিত্য #
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: