Por Manushey Dekhho Dile|| পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয়না
Автор: Entertainment2.0
Загружено: 2025-11-27
Просмотров: 32
Описание:
Lyrics:
পর মানুষে দুঃখ দিলে
দুঃখ মনে হয় না,
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
সবার একজন মনের মানুষ,
প্রাণের মানুষ থাকে,
মন প্রাণ উজাড় করিয়া
ভালবাসে তাকে।
ভালবাসে যে যাহাকে
কষ্ট যেন দেয় না,
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
পাথরের আঘাতে কেহ
খুশিতে হাসে,
ফুলের আঘাত পেয়ে কেহ
কেঁদে ধুলায় মিশে !
পাথরের আঘাত সয় বুকে,
ফুলের আঘাত সয় না;
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
ভালবাসলে স্বার্থ ভুলে
ভালবাসিও,
ভাল যারে বাসিয়াছ
ভালবেসেই যাইও
আক্কাস দেওয়ান
মরলে কইও
বন্ধু যেন ছোঁয় না !
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেয়া যায় না !
#bicced_song #bangla_folk_song #tiktokviral #sobar #song
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: