কাউকে সত্যি ভালবাসলে//এই ভিডিও টা আপনার জন্য Real Relationship !!Khub Balobashi Tomay!! Soboz Vai !
Автор: Life Is So Heard
Загружено: 2021-06-26
Просмотров: 279
Описание:
সত্যি কারের ভালোবাসা কখনো হারায় না
কাউকে সত্যি ভালবাসলে//
এই ভিডিও টা আপনার জন্য
Real Relationship !!Khub Balobashi Tomay!!
#SobozVai !
রিয়েল লাভ স্টোরি
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন
এবং আমার চ্যানেলটির সাথেই থাকুন
ধন্যবাদ
হয়তো একটু বেশি চিন্তা করি তোমায় নিয়ে
কিন্তু কি করবো বলো
তুমি যে একটু বেশিই
বিশেষ কেউ আমার কাছে
তোমাকে খুব বিরক্ত করি তাই না
বিরক্ত হওয়ারই কথা
সারা দিন যদি কেউ আমাকে
একটু পর পর ভালবাসি ভালবাসি বলে জ্বালাতন করতো
হয়তোবা আমিও বিরক্ত হইতাম
কিন্তু কি করবো বলো
এই যে বললাম
তুমি যে আমার কাছে একটু
বিশেষ কেউ একজন
হয়তো তুমি আমায়
কখনো মিস করো না
তোমার আকাশটা যে বিশাল
যেখানে অসংখ্য শঙ্খচিলের আনাগোনা
সেই বিশালতায়
তোমাকে পাওয়ার আশাটুকু কখনো করিনা
হয়তো একটু বেশিই হিংসা করি
অন্য কারো সাথে তোমায় শেয়ার করতে পারিনা
জানি তুমি আমার না
কিন্তু কি করবো বলো
অবুঝ মনটা কেন যেন মেনে নিতে পারে না
হয়তোবা একদিন তোমায় আর বিরক্ত করবো না
অনেক দূরে সরে যাবো
আচ্ছা সেদিন কি তুমি আমায় মিস করবে
হয়তো না
শত মানুষের ভিড়ে
আমায় মনে করার সময়টুকু তোমার হবে না
আবার হয়তোবা
এমন একটি দিন আসবে
সেদিন নিজেই তুমি বিরক্ত হতে চাইবে
কিন্তু কেউ তোমাকে বিরক্ত করবে না
হয়তো তুমি চাইবে
কেউ তোমায় বার বার ভালবাসি ভালবাসি
বলে জ্বালাতন করুক
কেউ তোমায় নিয়ে হিংসা অনুভব করুক
এতো রাগ দেখাক
অন্য কারো সাথে কথা বললে
কিন্তু তখন পাশে কেউই থাকবেনা
কিন্তু আমি আসবো
একাকী সেই সময়ের সঙ্গ দিতে
দূর আকাশের ক্ষুদ্র নক্ষত্র হয়ে আলো জড়িয়ে দিতে আসবো
হয়তো তুমি জানবেনা বুঝবে না
ভুলক্রমে আমায় খুঁজবেও না
আমি ডাকবো
চিৎকার করে ডাকবো
হাজারো লোকের কোলাহলে
আমার সে ডাক হয়তো তোমার হৃদয়ে আচর কাটবে না
তবুও বলবো ভালোবাসি
অনেক ভালোবাসি
আমি হারিয়ে গেছি ঠিকই
কিন্তু
আমার ভালোবাসা এখনো হারায়-নি
হয়তো একটু বেশি চিন্তা করি তোমায় নিয়ে
কিন্তু কি করবো বলো
তুমি যে একটু বেশিই
বিশেষ কেউ আমার কাছে
তোমাকে খুব বিরক্ত করি তাই না
বিরক্ত হওয়ারই কথা
সারা দিন যদি কেউ আমাকে
একটু পর পর ভালবাসি ভালবাসি বলে জ্বালাতন করতো
হয়তোবা আমিও বিরক্ত হইতাম
কিন্তু কি করবো বলো
এই যে বললাম
তুমি যে আমার কাছে একটু
বিশেষ কেউ একজন
হয়তো তুমি আমায়
কখনো মিস করো না
তোমার আকাশটা যে বিশাল
যেখানে অসংখ্য শঙ্খচিলের আনাগোনা
সেই বিশালতায়
তোমাকে পাওয়ার আশাটুকু কখনো করিনা
হয়তো একটু বেশিই হিংসা করি
অন্য কারো সাথে তোমায় শেয়ার করতে পারিনা
জানি তুমি আমার না
কিন্তু কি করবো বলো
অবুঝ মনটা কেন যেন মেনে নিতে পারে না
হয়তোবা একদিন তোমায় আর বিরক্ত করবো না
অনেক দূরে সরে যাবো
আচ্ছা সেদিন কি তুমি আমায় মিস করবে
হয়তো না
শত মানুষের ভিড়ে
আমায় মনে করার সময়টুকু তোমার হবে না
আবার হয়তোবা
এমন একটি দিন আসবে
সেদিন নিজেই তুমি বিরক্ত হতে চাইবে
কিন্তু কেউ তোমাকে বিরক্ত করবে না
হয়তো তুমি চাইবে
কেউ তোমায় বার বার ভালবাসি ভালবাসি
বলে জ্বালাতন করুক
কেউ তোমায় নিয়ে হিংসা অনুভব করুক
এতো রাগ দেখাক
অন্য কারো সাথে কথা বললে
কিন্তু তখন পাশে কেউই থাকবেনা
কিন্তু আমি আসবো
একাকী সেই সময়ের সঙ্গ দিতে
দূর আকাশের ক্ষুদ্র নক্ষত্র হয়ে আলো জড়িয়ে দিতে আসবো
হয়তো তুমি জানবেনা বুঝবে না
ভুলক্রমে আমায় খুঁজবেও না
আমি ডাকবো
চিৎকার করে ডাকবো
হাজারো লোকের কোলাহলে
আমার সে ডাক হয়তো তোমার হৃদয়ে আচর কাটবে না
তবুও বলবো ভালোবাসি
অনেক ভালোবাসি
আমি হারিয়ে গেছি ঠিকই
কিন্তু
আমার ভালোবাসা এখনো হারায়-নি
Thanks for watching
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: