মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নওশীন–হিল্লোল দম্পতি । Nawsheen । Hillol । Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2022-08-29
Просмотров: 2714
Описание:
দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি নওশীন নাহরীন ও আদনান ফারুক হিল্লোল। সদ্য মা-বাবা হয়েছেন তারা। এ দম্পতির ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। সেই খবর তারা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন।
এরপর একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করলেও কোনো ছবিতেই মেয়েকে প্রকাশ্যে আনেননি এ তারকা দম্পতি। প্রায় দেড় মাস পর মা–বাবার সঙ্গে প্রকাশ্যে এল মাহভীশা।
মেয়ের ছবি পোস্ট করে এ অভিনেত্রী জানান, এটা মাহভীশার প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে আসা। পারিবারিক কিছু কারণেই এত দিন সন্তানকে সামনে আনেননি তারা।
মেয়ের সঙ্গে সময়টা কেমন কাটছে, জানতে চাইলে এই অভিনেত্রী ফেসবুক লাইভে বলেন, মাতৃত্বকালীন সময়টাও উপভোগ করেছেন। যদিও সন্তানের জন্য দৈনন্দিন রুটিন, ঘুম সব বদল গেছে। সময়টা অবশ্যই ভালো যাচ্ছে।’
বিনোদন অঙ্গনে নওশীনের পথচলা শুরু হয় রেডিওতে আরজে হিসেবে। পরে মডেলিং ও উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া হিল্লোল এখন ফুড ব্লগার হিসেবে বেশি পরিচিত। ২০১৩ সালে তারা বিয়ে করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন এ তারকা দম্পতি।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: