Ovishap | অভিশাপ | Yasin vai | Bangla New Sad song 2025
Автор: YASIN VAI
Загружено: 2025-02-06
Просмотров: 1790
Описание:
Ovishap | অভিশাপ | Samz vai | Yasin vai | Bangla New Sad Rap song 2025
Song : Ovishap
Singer : Yasin vai
Lyrics & Tune : Yasin vai
Mix & Master : Yasin vai
Edit & Color : Yasin vai
Label : YM Label
Gmail - [email protected]
WhatsApp - +8801908564058
Lyrics
তোর মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে ছিল কতো কথা
ভাবতে পারি নাই তুই আমারে দিবি ভিষন ব্যাথা
তোর দেওয়া কথা গুলো আজও বাজে কানে
তোর ভালোবাসা পাইতে গিয়ে হারাইছি নিজেরে।
তুমি জেগে ঘুমাও দিন কিবা রাত
কি করে আর জাগাই।
এখন নিজের প্রেমের প্রেমিক হয়ে
মনটা জোড়া লাগাই।
তুমি ভালো থাকো, সুখেই থাকো
এই অ/ভি/শা/প দিলাম।
আমি তোমার আছি, থাকবো তোমার
আগেও তোমার ছিলাম।
Rap -
শুধু মাএ মায়ের কথা শুইনা তুই করলি আমায় পর
কখনো ভাবতে পারি নাই বন্ধু তুই ছিলি সার্থপর
তোর বাসার সামনে দাড়াইয়া বলতাম হাজার কথা
সেই কথা মনে পড়লে বুকে লাগে ভিষন ব্যাথা
তুই যে প্রতিশ্রুতি দিলি, তা মিথ্যা হইলো কেন
তুই মসজিদ ছুইয়া কথা দিলি তা রাখতে পারলি না কেন
যদি আমারে ভালো না বাসবি তাহলে আমার সামনে কান্না করছিলি কেন
আমি কি করলাম ভুল, নাকি তুই করলি ছল?
আজকে আমি একা, ফাতেমা কই , কেউ তো বল
তোর জন্য কেঁদে কাটাইলাম কত রাত,
কতদিন হয়ে গেলো ঠিক মতো খেতে পারি না ভাত
তাতে তর কি আসে যায় তুই তো আসক্ত অন্য মানুষটায়
তর কাছে আমার ভালোবাসা হলো শুধু একটা জ্বালা
আমার জীবন টা নিয়া খেলছোছ ভালোই সুখের খেলা
তোর কাছে সত্যি কি ছিল কিছু দাম?
নাকি আমি শুধু ছিলাম তোর অন্য নাম?
এই গানটা আমার গল্প, আমার কান্না,
তোর ছলনায় আমার জীবন হলো যন্ত্রণা।
জীবনের রাস্তায় আমি একা লড়বো,
অভিশাপ দিলাম তুই ভালো থাক, শুধু এইটা বলবো।
তোর সব অতীত জানার পর ও তরে আমার মতো ভালোবাসবে কে
তরে ভালোবাইসা সত্যি আমি ভূল করছি রে
তোর সব অতীত জাইনা ও তরে ভালোবাসছিলাম রে
কখনো ভাবতে পারি নাই তুই আমারে ধোঁকা দিবি রে
তুমি ভালো থাকো, সুখেই থাকো
এই অ/ভি/শা/প দিলাম।
আমি তোমার আছি, থাকবো তোমার
আগেও তোমার ছিলাম।
#Samzvai #Ovishap #yasinvai
#armanalifsong
#armanalifnewsong
#Yasinvai #armanalifovishap
#Takapoysha #samzvaiovishap
#টাকা_পয়সা #অভিশাপ
#Kothin_Oporadh
#আরমান_আলিফ
#0poradhi
#trendingsong
#newsong2024
#newsadmusicvideo
#কষ্টেরগান
#sadsong
#banglasadsong
#faltuchele
#viralbanglasong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: