বিকট শব্দে কেঁপে উঠল বেথুয়া ডহরি বুধবার হাটতলা।
Автор: NEWS KHOBORER DUNIA
Загружено: 2018-10-20
Просмотров: 1317
Описание: বিকট শব্দে কেঁপে উঠল বেথুয়াডহরি বুধবার হাটতলা। এত শব্দ কোথা থেকে এলো? কি এমন ঘটল? পুরো বিষয়টিতে স্থানীয় লোকজন হতভম্ব। কোন বড় বোমা বিস্ফোরণ নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে? যে বাড়িটিতে বিস্ফোরণ ঘটে সেই বাড়িটি ভেঙে গুঁড়িয়ে গেছে। বিস্ফোরণের শব্দ এতই বেশি ছিল যে পাশের বাড়ির জানলা দরজা পর্যন্ত ভেঙে যায়। যদি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটতো তাহলে দুর্গন্ধ বার হত, মানুষ মারা যেত? কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যায়নি এমনটাই বললেন স্থানীয় লোকজন। তাহলে কি বোম বিস্ফোরণ ঘটেছে? এমনটাই অনেকের মনে প্রশ্ন জেগে উঠছে। খবরে দুনিয়া পক্ষ থেকে নাকাশীপাড়া থানায় জানতে চাইলে তার উত্তরে পুলিশ জানায় যে, যে বাড়িটিতে ঘটনাটি ঘটেছে সেটি অনেক পুরাতন একটি বাড়ি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে।ঘটনাস্থলে দমকল বাহিনী সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা উপস্থিত হয়েছেন। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। তবে কি ঘটেছে তার তদন্ত চলছে বলে জানায় নাকাশিপাড়া পুলিশ প্রশাসন।......... ক্যামেরায় গোপাল দাসের সঙ্গে অয়ন খবরের দুনিয়া ডট কম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: