কেদারনাথ মন্দির থেকে বেরিয়ে এলেন রহস্যময় সাধু I কী হয়েছিল সেদিন? | Hindu Katha
Автор: Hindu Katha
Загружено: 2023-10-01
Просмотров: 50
Описание:
কেদারনাথ মন্দির থেকে বেরিয়ে এলেন রহস্যময় সাধু I কী হয়েছিল সেদিন? | Hindu Katha
হিন্দু কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব সনাতনি হিন্দু ধর্মের নানা অজানা কথা। ডুব দেব হিন্দু ধর্মের এই মহাসমুদ্রে। আপনাদের সফর সঙ্গী হিসেবে পাশে পেলে বুঝব আমাদের প্রচেষ্টা সফল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হিন্দু কথা।
হর হর মহাদেব। আজ থেকে কয়েক বছর আগের কথা। এক গরিব শিব ভক্ত মহাদেব দর্শনের জন্য খালি পায়ে কেদারনাথ ধামের উদ্দ্যেশ্যে বেরিয়ে পড়েন। দু’মাস পর তিনি পৌঁছন কেদারনাথ ধামে। কিন্তু যে সময়ে তিনি কেদারনাথ পৌঁছলেন, সেই সময়ে মন্দিরের দরজা বরফ পড়ার জন্য বন্ধ হয়ে গিয়েছে ৬ মাসের জন্য। মন্দিরের পূজারিকে ঐ শিবভক্ত অনুরোধ করেন, কিন্তু পূজারি বলে, তুমি ৬ মাস পর আবার আসবে। কারণ ঠাণ্ডা আর ভয়ঙ্কর বরফ পড়ার জন্য ৬ মাস বন্ধ থাকছে মন্দিরের দরজা। শুনে মন ভেঙে যায় ঐ শিবভক্তের। তারপর মহাদেবের কাছে এক দৃঢ় প্রতিজ্ঞা করেন। তিনি বলেন, তোমার দর্শন না করে আমি ফিরে যাব না। তাতে যদি মৃত্যু হয় তো হবে। এই কথা বলেই কেদারনাথ মন্দিরের সামনে তিনি বসে পড়েন। রাত নেমে আসে। কেদারনাথ ধামে চারিদিক তখন ভারি বরফ পড়েছে। আর এমন সময়ই শিবভক্তের কাছে উপস্থিত হন এক রহস্যময় অঘোরী। আর নিমেষের মধ্যে এমন একটা কিছু করেন যে ঐ শিবভক্ত দেখেন, চারিদিকের বরফ উধাও হয়ে গিয়েছে। অনেকেই বলছেন, এটা নাকি একেবারে সত্যি ঘটনা। যা শুনলে চমকে উঠবেন আপনারাও। প্রিয় দর্শকবন্ধুরা, হিন্দু কথার আজকের পর্বে আপনাদের স্বাগত। তাহলে আর দেরি না করে এগোনো যাক ঘটনায়। তবে ভিডিও এগোনোর আগে মন থেকে বলুন, হর হর মহাদেব।
#hindukatha #hindugod #hinduism #hinduism #hindudeity #mythology #hindurashtra #purankatha #kedarnath #kedarnathdham #kedarnathdhammystery #mysteryofKedarnathdham #chardhammystery #templeofindia #mysterytemple #kedarnathdhamkarahasya #bhagwanshivkachamatkar #kedarnathdhamstory #kedarnathdhamtour #কেদারনাথমন্দিরেরএকঅদ্ভুতঅজানারহস্য #kedarnathyatra #aghori #shiv #lordshiva #lordshiv #shiva #shivshankar #mahadev #harharmahadev #sadhu #kedarnathtemple #uttarakhand #kedarnathtour #rahasya #bholenath #bhole #bhola
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: