রোদ যে গ্রামে সবার মুখে হাসি ফোটায় || BORI GRAM || BORI MAKING || BORI PARA
Автор: GHURTE JABO
Загружено: 2021-11-26
Просмотров: 1050138
Описание:
BORI GRAM || BORI MAKING || BORI PARA
বড়ি গ্রাম ( BORI GRAM ) , বড়ি পাড়া নামে অধিক পরিচিত। এখানে পাঁচশোর ওপর পরিবারের জীবিকাই হলো বড়ি তৈরী। সবরকমের বড়ি এখানে খুব কম দামে পাওয়া যায়। এমনকি কলকাতায় বসে অর্ডার করলেও ওরা মাল পাঠিয়ে দেয়। আপনি যেরকম কোয়ালিটির বড়ি বলবেন, সেরকমই মাল ওরা তৈরী করে দেন। ফোন নম্বর ভিডিও তে পেয়ে যাবেন। আর এখানে গিয়ে এসব কর্মকান্ড দেখতে গেলে অনেক সকালে গিয়ে পৌঁছতে হবে। নইলে বড়ি তৈরির সব কটি ধাপ দেখা যাবে না। কারণ ভেজানো ডাল ভাঙানোর কাজ টা প্রায় ভোরবেলাতেই হয়ে যায়।
পথনির্দেশ :- শেয়ালদা থেকে রানাঘাট, শান্তিপুর, নৈহাটী, গেঁদে, কল্যাণী, কৃষ্ণনগর যে কোনো লোকাল ট্রেনে করে নৈহাটী নামুন। তারপর ১ নম্বর প্লাটফর্মের দিক দিয়ে বাইরে বেরিয়ে টোটো। বলতে হবে, আম্রপল্লী ৪ নম্বর পোল যাবো। অথবা বলবেন ভাঙা শিবতলা যাবো। সেখানে নেমে ৩ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন পূর্বপাড়া বা বড়ি গ্রাম বা বড়ি পাড়া। সেখানে দেখবেন প্রত্যেক বাড়ি বাড়ি চলছে বড়ি তৈরী।
#borigram #boripara #bori_gram
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: