মেয়েদের জীবনের কঠিন বাস্তবতা -বিয়ে পরবর্তী নতুন পরিবেশে যেসব সমস্যা মুখোমুখি হতে হয়
Автор: Rumir Canvas
Загружено: 2021-09-10
Просмотров: 749
Описание:
মেয়েদের জীবনের কঠিন বাস্তবতা -বিয়ে পরবর্তী নতুন
আজকের ভিডিও এর বিষয় হলো - বিয়ের পরের শ্বশুর বাড়ির নতুন পরিবেশে একটা মেয়ের যে যে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় সেই গুলি। বিয়ে একটা পবিত্র কাজ আর প্রতিটি মেয়েই ছোট বেলা থেকে জেনে আসে বিয়ে হলে শ্বশুরবাড়ি যেতে হবে । প্রতিটি মেয়েকে একই অবস্থার ফেস করতে হয় তা না তবে বেশিরভাগ মেয়েকে এই সমস্যায় পরতেই হয়।
একটা মেয়ে জন্ম এর পরে প্রায় বিয়ে হবার আগে পর্যন্ত একটা ঘর, বাবা -মা, ভাই-বোন ও পরিবারের অন্য সদস্য নিয়ে প্রায় অনেকটা বছর কাটিয়ে দেয়। বিয়ের আগ পর্যন্ত সে এই জীবনেই অভ্যস্ত হয়ে পড়ে। তার পরে একটা সময় জাগতিক জীবনে তার জীবনে বিয়ে আসে। আর তখনই তাকে বিয়ের জন্য এতো দিনের যাপিত জীবনের প্রায় সব কিছু ছেড়ে একটা নতুন সম্পর্কে র জন্য অন্য একটা বাড়ি তে গিয়ে থাকতে হয়, যদিও দুঃখজনকভাবে সেটা কোন দিন তার বাড়ি হয়ে উঠে না আর কষ্টের ব্যাপার হলো এতো দিন যেটা নিজের বাড়ি জেনে এসেছে সেইটা ও আর তার বাড়ি থাকে না, হয়ে যায় বাবার বাড়ি। বিয়ের পর পর কয়েকটি দিন ভালো ই কাটে নতুন পরিবেশ, নতুন মানুষ আবার আত্নীয় স্বজনের আনাগোনা, প্রথম যে সমস্যা হয় তা হলো নতুন পরিবেশটার সাথে নিজেকে খাপ খাওয়ানো। কারণ প্রতিটি পরিবারের রীতিনীতি, চলাফেরা,ধরণ,ব্যবহার সব কিছুই ভিন্ন ভিন্ন। ছেলে হোক বা মেয়ে হোক সে জন্মের পর থেকে তার পরিবার থেকে এই ব্যাপারগুলো শেখে এবং অভ্যস্ত হয়ে। এইজন্য বিয়ের পর পর নতুন পরিবারে এসে অন্য রীতিনীতি তে অভ্যস্ত হতে খুব সমস্যা হয়ে যায় আর এই সমস্যার সম্মুখীন প্রতিটি মেয়েই হয়।
অবশ্যই প্রতিটি মেয়েই এই রকম হাজারো সমস্যা চাইলেই হ্যান্ডেল করতে পারেন খুব সহজে। ও ভালো কথা এই সব সমস্যার মাঝে ও আপনার নতুন যে সম্পর্কের জন্য এই সম্পর্ক গুলি পেয়েছেন তার কথা ভুলে গেলে হবে না। অন্য সব কিছুর সাথে সাথে তাকে ও সময় দিন, বুঝতে চেষ্টা করুন, নিজেকে বুঝান তার কাছে, যাতে করে তিনি ও আপনাকে এই কঠিন পরিস্থিতি তে সাহায্য করতে পারে, পাশে থাকতে পারে মতো। প্রেম করে বিয়ে করলে ত বোঝাপড়াটা আগেই থাকে আর তখন দেখবেন সময় কত সহজ হচ্ছে। আর যদি প্রেমের বিয়ে না হয় তবে নতুন বরের সাথে প্রেম করতে করতে সংসার টা শুরু করে দিন।
সবাই খুব ভালো থাকবেন, ভালোবাসা ময় থাকবেন আর সবার যত্ন নিবেন, সম্পর্ক গুলুর যত্ন নিবেন দেখবেন চারাগাছ বড় হয়ে ঠিক একদিন মিষ্টি ফল দিচ্ছেই।
#rumircanvas #বাস্তবতা #সংসার #marriage #marriedlife #couplegoals
#newhome
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: