ইপেকাকুয়ানহা | বমির কবিতা
Автор: Dr Anarul Hoque
Загружено: 2025-09-14
Просмотров: 1
Описание:
#dranwarulhoque #homeopathy #homeopathicmedicine #homeopathysong #healingthroughmusic #homeopathyawareness #laskarhomeomedia #magrahatvoice #magrahat #হোমিওগান
ইপেকাকুয়ানহা – বমির কবিতা
পেটের ভেতর ঘুরে ওঠে ঝড়,
বমি বমি ভাব, যেন বিষণ্ন ভর।
খাওয়া মানেই আতঙ্ক নতুন,
ইপেকাকুয়ানহা দেয় সান্ত্বনা গোপন।
চেহারায় ফ্যাকাশে ভাব, ঠোঁটে নীল আভা,
চোখে জল টলমল, নিঃশ্বাসে হাহাকার দেখা।
কাশি উঠলে বমি আসে সঙ্গে,
শিশু-বৃদ্ধ সবাই কষ্টে ভাঙে।
গরমে কষ্ট, শীতল হাওয়া প্রিয়,
মিষ্টি খেলে বমি, টক যেন দিই।
খেতে চায় না, ক্ষুধা নেই কিছু,
পানীয় দেখলেই অস্বস্তি পিছু।
পিপাসা নেই, অথচ শরীর শুকায়,
পেটে যেন ভেতরে ঢেউ দোলা খায়।
ঘাম অল্প, তবু মুখে আঠালো,
অদ্ভুত লক্ষণে রোগী হয় হালালো।
অসংগত উপসর্গ—বমি হলেও স্বস্তি নাই,
বারবার খালি উঠে আসে, রোগী কাঁদে তাই।
পেটে ব্যথা নেই, কিন্তু অশান্তি ভারি,
হাঁপানির সঙ্গে বমি—এক যন্ত্রণা জারি।
কনস্টিটিউশন—স্নায়বিক দুর্বলতা ভরা,
প্রবণতা—শ্লেষ্মা জমে, কষ্টে দিন গড়া।
ডায়াথেসিস মূলত ক্যাটারহাল ছাপ,
মায়াজমে সোরা মুখ্য, মাঝে সাইকোসিস চাপ।
শিশুদের খাওয়ার পর বমি বেড়ে যায়,
মায়েদের দুধ খাইয়ে ব্যথা হয় অসহায়।
খেলার ছলে হাঁসফাঁস কাশি, বুকে জমাট কফ,
ইপেকাকুয়ানহা একাই কাটায় সব ক্ষোভ।
মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের গলির কোণে,
এক সরল ক্লিনিক বসে আপন জনে।
অল্প টাকায় সেবা, সমাজের জন্য,
মানবতার চিকিৎসা চলে দিনরাত্রি ধন্য।
এখানেই বমির দুঃখে কেউ খুঁজে শান্তি,
ইপেকাকুয়ানহা দেয় জীবনে নবভোরের গাঁথি।
কবিতার ছন্দে ওষুধের এই জয়গান,
কষ্টের মাঝেও জ্বলে আশার প্রদীপখান।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: