দুটি সামাজিক সংগঠনের উদ্যোগে CAA আবেদনের সহায়তা ক্যাম্প।
Автор: abn24x7 media and entertariment
Загружено: 2025-08-30
Просмотров: 11
Описание:
CAA নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এগিয়ে এলো দুটি সামাজিক সংগঠন— মেমারি উদ্বাস্তু মঞ্চ এবং দেশের ডাক। সংগঠন দুটির যৌথ উদ্যোগে শনিবার পারিজাত নগর বটতলা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশেষ CAA আবেদন সহায়তা ক্যাম্প।
মূলত ২০১৪ সালের আগে বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারতে এসে বসবাসকারী নাগরিকদের ফর্ম ফিলাপ নিয়ে অসুবিধা হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই এই ক্যাম্প আয়োজন করা হয়।
ক্যাম্পে উপস্থিত আবেদনকারীদের জানানো হয়, ফর্ম পূরণের সময় কী কী নথিপত্র প্রয়োজন হবে—
বাংলাদেশ বা অন্য দেশ থেকে আসার প্রমাণপত্র (যদি থাকে)
ভারতের বর্তমান ঠিকানা সংক্রান্ত নথি
আধার কার্ডের জেরক্স (২ কপি)
পরিবারের সদস্যদের নাম, জন্মতারিখ
বাবার নাম, যোগাযোগ নম্বর ও ইমেল আইডি
এলাকার একজন নাগরিকের নাম ও তার আধার নম্বর
বাংলাদেশে পূর্ববর্তী ঠিকানা
এই উদ্যোগ প্রসঙ্গে দেশের ডাক ট্রাস্ট-এর পক্ষ থেকে দেব জিৎ সরকার জানান, “CAA নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে নথিপত্র জমা দিতে সহায়তা করাই আমাদের মূল উদ্দেশ্য।”
এদিন ক্যাম্পে এসে এক আবেদনকারী জানান, “নিজের ধর্ম, নিজের পরিবার রক্ষা করতে ভারত সরকার যে সুযোগ দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। এই ফর্ম ফিলাপ প্রক্রিয়ায় সাহায্য পেয়ে আমরা সত্যিই স্বস্তি পাচ্ছি।”
স্থানীয় মানুষের দাবি, এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আরও অনেকে উপকৃত হবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: