জীবন বাজি রেখে বুর্জ খলিফা তৈরির পরও শ্রমিকরা কেন নির্যাতিত | অজানা তথ্য | Burj Khalifa_RNBD Tube
Автор: RNBD Tube
Загружено: 2021-06-24
Просмотров: 407
Описание:
জীবন বাজি রেখে বুর্জ খলিফা তৈরির পরও শ্রমিকরা কেন নির্যাতিত | অজানা তথ্য | Burj Khalifa_RNBD Tube
ভবনের মূল নকশা ইসলামিক নির্মাণশৈলি থেকে উদ্ভূত। ইরাকের সামারায় অবস্থিত নবম শতকে তৈরি একটি মসজিদের সর্পিলাকার মিনার থেকেই বুর্জ খলিফার সর্পিল নকশা অনুপ্রাণিত হয়েছে। ভবনটি যতই উপরের দিকে গিয়েছে, এর সাথে সংযুক্ত এক একটি টাওয়ার মোট ২৭টি ধাপে শেষ হয়েছে এবং মধ্যভাগের কেন্দ্রীয় টাওয়ারটি উঠে গেছে ৮২৮ মিটার উচ্চতায়। আর এর চারপাশ ঘিরে তৈরি হয়েছে একটি সর্পিলাকার আকৃতি। ধাপে ধাপে টাওয়ারগুলো শেষ হওয়ায় তাদের উপর তৈরি হয়েছে মনোরম ছাদ। তবে এই সর্পিল ধাপগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণা। ধাপগুলোকে এমনভাবে সজ্জিত করা হয়েছে, যেন সেগুলো ঘূর্ণিঝড় সহনশীলতা বাড়িয়ে মরুভূমির ঘূর্ণিবায়ু সহনশীল হয়। ‘বুর্জ খলিফা’ নির্মাণের দায়িত্ব পেয়েছিল ‘এসওএম’ বা স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল নামক প্রতিষ্ঠান যারা কিনা পূর্বে শিকাগোর সিয়ার্স টাওয়ার ও নিউইয়র্ক সিটি এর ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর মত স্থাপনা তৈরি করেছে। ভবনের প্রধান স্থপতি ছিলে আদ্রিয়ান স্মিথ। আর প্রধান প্রকৌশলী ছিলেন সুফিয়ান আল জাবিরি। এছাড়া ৩৮০ জন দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ এর নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো ভবনটিতে বাংলাদেশি বংশভূত প্রখ্যাত স্থপতি ফজলুর রহমান খান কর্তৃক আবিষ্কৃত ‘বান্ডেল টিউব‘ পদ্ধতি প্রয়োগ করা হয়। যিনি এফ আর খান নামেও সমাদৃত। ফজলুর রাহমান খান ‘বান্ডেল টিউব‘ পদ্ধতি সিয়ার্স টাওয়ার তৈরির সময় আবিষ্কার করেছিলেন। আকাশ ছোঁয়া ভবন নির্মাণের ক্ষেত্রে এফ আর খানের এই আবিষ্কার স্থাপত্য ও প্রকৌশলের উপর গভীর প্রভাব ফেলেছে। বলতে গেলে বর্তমান সময়ে এমন কোন উঁচু স্থাপনা পাওয়া যাবে না যা সরাসরি কিংবা পরোক্ষভাবে এফ আর খানের পদ্ধতীতে প্রভাবিত হয়নি। এই পদ্ধতি ব্যবহারের কারণে স্টেট বিল্ডিংয়ের দিগুণ উচ্চতার ‘বুর্জ খলিফা’ নির্মাণে স্টেট বিল্ডিংয়ের অর্ধেক পরিমাণ ইস্পাতের প্রয়োজন হয়েছে।
এছাড়াও বুর্জ খলিফার আরো কিছু রেকর্ড রয়েছে। এটিতে পৃথিবীর দীর্ঘতম ইলেভেটর রয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক ফ্লোর বিশিষ্ট ভবন এটি। পৃথিবীর উচ্চতম মসজিদ, পৃথিবীর উচ্চতম অবজারভেশন ডেক, উচ্চতম রেস্টুরেন্ট এবং পৃথিবীর উচ্চতম নাইট ক্লাব রয়েছে বুর্জ খলিফায়।
বুর্জ খলিফা টাওয়ার তৈরিতে দুবাই সরকারের খরচ হয়েছে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এর প্রতি বর্গ ফুট জায়গার দাম ৪ হাজার ডলারে গিয়ে দাঁড়িয়েছে! অথচ এরকম বিশাল এবং উচ্চাভিলাষী ব্যয়বহুল এক কাজে দুবাই সরকার অর্থ ব্যয়ে চরম কৃপণতা দেখিয়েছে শ্রমিকদের সাথে। এই আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে যে ৭ হাজার ৫০০ শ্রমিক ৬ বছর যাবত কাজ করেছেন তারা দৈনিক মাত্র ২ দশমিক ৮৪ ডলার পারিশ্রমিক পেয়েছেন! তাছাড়া কাজ করতে গিয়ে দুর্ঘটনায় অঙ্গহানি ঘটেছে আরো কত শ্রমিকের, তার তো কোনো হিসেব নেই। অথচ দুবাই সরকার এই শ্রমিকদের সাথে ন্যুনতম মানবিক আচরণটুকুও করেনি। শ্রমিকদের বাসস্থান এবং খাবারের ব্যবস্থা ছিল অত্যন্ত নিম্নমানের। অন্যদিকে এই শ্রমিকদের একটা বড় অংশই গিয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। এসব অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী নিজেদের সাদাকালো জীবন পেছনে ফেলে রঙিন স্বপ্ন দেখতে দেখতে পাড়ি জমিয়েছিল দুবাই। অথচ তাদের সেই স্বপ্নের কোনো মূল্যই ছিল না দুবাই সরকারের কাছে। তাই তো ২০০৬ সালে প্রায় আড়াই হাজার শ্রমিক তাদের মালিকপক্ষের বিপক্ষে বিদ্রোহ করেছিল, যদিও তার ফলাফল ছিল শূন্য।
If you find any inappropriate use of your copyrighted material in this video; please contact us. +8801953268352 or [email protected]
যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নিন আপনার বন্ধুদের মধ্যে।
Link for subscribe:
/ @mychannel-j6m
Stay with this channel by following facebook page of this channel-
/ rnbd-tube-219258441
Disclaimer:
=========
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use”. Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#burj_khalifa
#বুর্জ_খলিফা
#বুর্জ_খলিফার_আদ্যোপান্ত
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: