ISSB পরীক্ষা কী? | ISSB প্রস্তুতি গাইড
Автор: Learning More
Загружено: 2024-01-11
Просмотров: 15700
Описание:
এটি হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে অফিসার বা কমিশন পদে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করার একটি ভিন্নরকম পরীক্ষা। ISSB (Inter Service Selection Board) এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী তে অফিসার পদের ট্রেনিংয়ের এর জন্য সিলেক্টেড হবেন।
যে বাহিনী থেকে এপ্লাই করবেন, ওই বাহিনীর জন্যই সিলেক্টেড হবেন। পরীক্ষা ৪ দিনের। এর পর আপনার ফাইনাল মেডিকেল পরীক্ষা হবে। তো ৫ দিন ও বলা যায়। তবে যদি ১ম দিনের ১ম দুইটি পরীক্ষা (IQ Exam, PPDT Exam) তে উত্তীর্ণ হতে না পারেন তবে সেখানেই আপনার বিদায়। আর থাকতে পারলে বাকি দিন গুলোর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
এই সিলেকশন সিস্টেম অন্যান্য সিস্টেমের মত নাহ। একটু ভিন্ন আংগিক এর। এখানে আপনার লিডারশীপ, কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, পারসোনালিটি সহ আরো এই অন্যান্য নানা বিষয় দেখা হয়। আর ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপার তো আছেই।
এই সব মিলে এক ভিন্ন স্বাদের পরীক্ষার স্বাদ পাবেন। সহজ মনে হলেও, এই পরীক্ষায় খুব কম প্রার্থীই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে।
~-~~-~~~-~~-~
Please watch: "মুদ্রাস্ফীতি কি.?What is inflation....? অর্থনীতি পরিচিতি"
• মুদ্রাস্ফীতি কি.?What is inflation....? অর...
~-~~-~~~-~~-~
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: