ভারতে বিমান বিধ্বস্ত: অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক | Plane Crashes |
Автор: BANGLAR ১০
Загружено: 2025-06-12
Просмотров: 200
Описание:
@banglarnews10
ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। বিমানে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ১২ জন ছিলেন ক্রু।
আহমেদাবাদ পুলিশ শুরুতে সবাই নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করলেও পরে জানা যায়, অলৌকিকভাবে একজন যাত্রী বেঁচে গেছেন। তিনি ১১-এ নম্বর আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার্স, বেঁচে যাওয়া যাত্রীর মুখ ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে।
বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত হেনেছিল। এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর উপরের দিকে নিতে পারেননি পাইলট।
ধরণা করা হচ্ছে পাখির ধাক্কায় বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়, যার ফলে বিমানটি ভূপাতিত হয়।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
#planecrash #crashes #biman_flight_news #india_flight #india #indiatoday
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: