চুক্তি বিরোধ এবং সালিশ সারাবাংলা Legal Chambers
Автор: Amicus Curiae
Загружено: 2021-01-29
Просмотров: 26
Описание:
বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অলটারনেটিভ ডিস্পিউট রিজলোসন (এডিআর) হচ্ছে এমন একটি বিচার প্রক্রিয়া যা আদালতের ফরমাল বিচার প্রক্রিয়ার সংক্ষিপ্ত, বিকল্প ও ইনফরমাল প্রক্রিয়া। এডিআর এ আদালতের ন্যায় ফরমাল নিয়মগুলো মেনে চলা হয় না। ফলে সময় ও ব্যয় সংকুলান এবং জটিলতা কমে যায়। বাংলাদেশে ক্রমবর্ধমান মামলার জট কমাতে, সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে , বিচারে দীর্ঘসূত্রিতা, ব্যয়বহুলতা ও জটিলতা নিরসনে এডিআর অনেক বেশি ফলপ্রসূ। চুক্তি বিরোধ ও সালিশ আইন সম্পর্কে জানতে চোখ রাখুন sarabangla.net এ।
আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে থাকবেন ড: খালেদ হামিদ চৌধুরী; ব্যারিস্টার এট ল’; এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; এফ সি আই আরবিট্রেটরস; ভাইস প্রেসিডেন্ট, ব্যারিস্টার এসোসিয়েশন , বাংলাদেশ এবং বিশেষ আলোচক হিসেবে থাকবেন ব্যারিস্টার মারগুব কবির; এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট;এটর্নী এট ল’( নিউইয়র্ক)।
আপনি সরাসরি আমাদের স্টুডিও তে যোগ দিতে পারেন আপনার প্রশ্ন নিয়ে। কিন্তু সেজন্য আমাকে ইনবক্সে আপনার প্রশ্নটি লিখে পাঠান ২৮শে জানুয়ারী,২০২১ বিকাল ৫ টার এর মধ্যে।
দেখা হবে ২৮শে জানুয়ারী,২০২১ রাত নয়টায় আমাদের সারাবাংলা লিগ্যাল চেম্বারস অনুষ্ঠানে সারাবাংলার পেইজে ....লাইভে।
আন্তরিক ধন্যবাদ আমাদের আলোচকদের Khaled Chowdhury এবং Margub Kabir কে। ধন্যবাদ Adv Nazmunnahar কে সহযোগিতার জন্য।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: