খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিকরগাছা শিব মন্দিরে বিশেষ প্রার্থনা
Автор: LokSamaj
Загружено: 2025-12-03
Просмотров: 506
Описание:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঝিকরগাছার পারবাজার শিব মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় শিব মন্দিরে পুরোহিত নন্দ কিংকর গোপাল দাস বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনা পাঠ করেন।
প্রার্থনা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তড়িৎ কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল দাস এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। প্রার্থনা সভা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
#খালেদাজিয়া #ঝিকরগাছা #শিবমন্দির #প্রার্থনাসভা #পূজাউদযাপন_পরিষদ
#বিএনপি #লোকসমাজ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: