বঙ্গভূমির প্রতি- মাইকেল মধুসূদন দত্ত
Автор: Omar Faruq
Загружено: 2018-09-06
Просмотров: 20398
Описание:
বঙ্গভূমির প্রতি' কবিতায় কবি স্বদেশকে মায়ের সাথে তুলনা করেছেন। কবি প্রথম জীবনে বঙ্গভূমি ও মাতৃভাষাকে অবজ্ঞা করে প্রবাসে চলে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করতে গিয়ে ব্যর্থ হয়ে কবি দেশে ফিরে আসেন। দেশে ফিরে বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন এবং খ্যাতি অর্জন করেন। প্রবাস গমনে তাঁর ভ্রান্তির জন্য মায়ের কাছে অনুশোচনা করেন। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। তিনি মনে করেন মা রূপী মাতৃভূমি তাঁর এ ভ্রান্তি ক্ষমা করে দিবে। কারণ মা কোনদিন সন্তানের দোষকে মনে ধরে রাখে না। তিনি আরো বলেন, মা যেন তাকে মনে রাখে এবং কোলে স্থান দেয়। মা যেন তাঁকে নিরাশ না করে এবং ভুলে না যায়। মা তাঁর শ্রদ্ধার পাত্র, মা যদি বিরাগ হন তাহলে কবির সাধ মিটবে না। আবার তিনি নিজেই প্রকাশ করেছেন, তাঁর এমন কোন গুণ নেই যে দেশমাতৃকা কিংবা দেশের মানুষ তাঁকে স্মরণ রাখবে। তবুও তিনি দেশের স্মৃতিপটে অম্লান থাকতে চান। দেশমাতৃকার কাছে বর প্রার্থনা করেন মায়ের লালপদ্ম যেন মধুহীন না হয়ে যায়। যেকোন মূল্যে তিনি স্বদেশের স্মৃতিতে জ্বল জ্বল করে জ্বলতে চান। স্বদেশ তাঁকে মনে রাখবে কিনা এই নিয়ে তিনি শঙ্কিত। কিন্তু তিনি এই বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে, স্বদেশ যদি তাঁকে মনে রাখে তাহলে তিনি মৃত্যু দেবতাকেও ভয় পাবেন না। অর্থাত্, তিনি যদি স্বদেশের বুকে দৃঢ়চিত্তে পদার্পণ করতে পারেন তাহলে মৃত্যুকেও তিনি হাসি মুখে বরণ করে নিতে পারবেন।
Lecturer: Omar Faruq
BSS & MSS in Political Science University of Dhaka
Cell: 01921-122611
Founder: অনুশীলন প্রাইভেট কেয়ার
শনির আখড়া, কদমতলী, দনিয়া, ঢাকা-১২৩৬
Our facebook page: / onushilonbd
Our facebook group: www.facebook.com/groups/onushilon313
Watch our youtube channel: / omarfaruq313
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: