বিভিন্ন ধরনের হাতের কাজ অন্য কে শেখানোর মাধ্যম দিয়ে স্বনির্ভর পাঁশকুড়ার মৌসুমী শেঠ
Автор: voice of panskura
Загружено: 2021-06-24
Просмотров: 327
Описание:
পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত সূরা নানকার গ্রামের মৌসুমী শেঠ জানান,বেশ কয়েক বছর ধরে তিনি ক্রিস্টাল পাথরের ব্যাগ তৈরি করেন ও,অক্সিডাইস জুয়েলারি বানান,এবং অন্যকে বানাতে সাহায্য করেন।সংসার সামলানোর সঙ্গে সঙ্গে জুয়েলারি, সফট টয় ,সহ একাধিক হাতের কাজ বানাতে পটু তিনি,ইতিমধ্যেই জেলা সহ রাজ্যস্তরে পৌঁছে গেছে তার হাতের কাজ ।তাকে এই ব্যাপারে উৎসাহ যুগিয়েছিল বাড়ির লোক,এবং এই প্রতিভাকে সবার সামনে প্রকাশ করার সুযোগ করে দেন পাঁশকুড়া পৌরসভার আধিকারিকরা।মৌসুমী শেঠ জানাকে দেখে অনুপ্রাণিত অনেকেই। তিনি তার জীবনের প্রতিষ্ঠিত হওয়ার কথা জানালেন আমাদের চ্যানেলে।এইভাবে মৌসুমী শেঠের মত সমস্ত বাড়ির মহিলারা যদি বাড়ির কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজ করে
স্বনির্ভর হয়,তাহলে মহিলারা অনেকাংশে এগিয়ে থাকবে সমাজে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: