সাহরি এবং ইফতারের দোয়া || sehri and iftar dua bangla uccharon & translation
Автор: QM HiDAYATULLAH
Загружено: 2025-03-17
Просмотров: 317
Описание:
সাহরি এবং ইফতারের দোয়া || sehri and iftar dua bangla uccharon & translation
★ সাহরি খাওয়ার দু'আঃ-
بِسْمِ اللّٰهِ •
উচ্চারণঃ- বিসমিল্লা-হ।
অর্থঃ- আল্লাহর নামে শুরু করছি।
হাদীসটি সংকলন করেছেন আবূ দাঊদ ৩/৩৪৭, নং ৩৭৬৭; তিরমিযী, ৪/২৮৮, নং ১৮৫৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ২/১৬৭।
★ আর কোন কিছু খাওয়ার শুরুতে "বিসমিল্লাহ" বলতে ভুলে গেলে এই দু'আ পড়িতে হয়ঃ-
بِسْمِ اللّٰهِ فِيْٓ أَوَّلِهٖ وَآخِرِهٖ •
উচ্চারণঃ- বিস্মিল্লা-হি ফী-আউওয়ালিহী-ওয়া আ-খিরিহ।
অর্থঃ- এর শুরু ও শেষ আল্লাহ্র নামে।
হাদীসটি সংকলন করেছেন আবূ দাঊদ ৩/৩৪৭, নং ৩৭৬৭; তিরমিযী, ৪/২৮৮, নং ১৮৫৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ২/১৬৭।
★ সাহরী খাওয়ার শেষের দু'আঃ-
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْٓ أَطْعَمَنِيْ هٰذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ •
উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী-আতো‘আমানী- হা-যা-ওয়া রযাক্বনী-হি মিন গইরি হাউলিম মিন্নী-ওয়ালা- ক্বুউওয়াহ।
সকল প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি আমাকে এ আহার করালেন এবং এ রিযিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, ছিল না কোনো শক্তি-সামর্থ্য।
হাদীসটি নাসাঈ ব্যতীত সকল সুনান গ্রন্থকারগণ সংকলন করেছেন। আবূ দাউদ, নং ৪০২৫; তিরমিযী, নং ৩৪৫৮; ইবন মাজাহ, নং ৩২৮৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫৯।
★ ইফতার সামনে রেখে এই দু'আ পড়িতে হয়ঃ-
اللّٰهُمَّ إِنِّيْٓ أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِيْ •
উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নী-আসআলুকা বিরহ্মাতিকাল্লাতী- ওয়াসি‘আত কুল্লা শাই’ইন আং তাগফিরালী।
অর্থঃ- হে আল্লাহ! আপনার যে রহমত সকল কিছু পরিব্যাপ্ত করে রেখেছে তার উসীলায় আবেদন করি, আপনি আমাকে ক্ষমা করুন।
•হাদীসটি সংকলন করেছেন, ইবন মাজাহ্ ১/৫৫৭, নং ১৭৫৩; যা মূলত আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমার দো‘আ। আর হাফেয ইবন হাজার তাঁর তাখরীজুল আযকারে এটার সনদকে হাসান বলেছেন। শরহুল আযকার, ৪/৩৪২।
★ ইফতারের দু'আঃ-
بِسْمِ اللّٰهِ •
উচ্চারণঃ- বিসমিল্লা-হ।
অর্থঃ- আল্লাহর নামে শুরু করছি।
★ ইফতারের শেষের দু'আঃ-
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ العُرُوْقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَٓاءَ اللّٰهُ •
উচ্চারণঃ- যাহাবায যামাউ ওয়াবোতাল্লাতিল ‘উরূ-ক্বো, ওয়া সাবাতাল আজোরু ইংশা-আল্লা-হ।
অর্থঃ- পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ্ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে।
• হাদীসটি সংকলন করেছেন আবূ দাউদ ২/৩০৬, নং ২৩৫৯ ও অন্যান্য। আরও দেখুন, সহীহুল জামে‘ ৪/২০৯।
----------------------------------------
#dua #ramadan #দোয়া_শিক্ষা #bangladua #iftar #রমজান #sehriandiftardua #iftar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: