সর্বকালের সেরা ধনী । Mansa Musa ।
Автор: RJ NEWS 2.o
Загружено: 2021-08-31
Просмотров: 8
Описание:
''সর্বকালের সেরা ধনী । Mansa Musa ।
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন জেফ বেজোস। যার মোট সম্পত্তির পরিমাণ ১৩১ বিলিয়ন ডলারেরও বেশি। ২০১৯ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকার প্রথমে উঠে আসে তার নাম।
জানেন কি, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস হলেও তিনি কিন্তু সর্বকালের সেরা ধনী নন। সেই খেতাবের মালিক মানসা মুসা। ১৪ শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে পর্যন্ত ধস নেমেছিল।
‘মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায়, তাতে আসলে তিনি যে কতটা সম্পদশালী ছিলেন সে ধারণা করাও কঠিন।
তার মোট সম্পদের মূল্য ৪০ হাজার কোটি ডলার বলে একটি ধারণা দেয়। অর্থনীতির ইতিহাসবিদরা এ সংখ্যা দিয়ে তার সম্পদের কোনো সঠিক ধারণা দেওয়া অসম্ভব।
মানসা অর্থ রাজা বা সম্রাট। মুসার পুরো নাম প্রথম মুসা কিতা। পশ্চিম আফ্রিকার দেশ মালির সুলতান হওয়ার কারণে তাকে মানসা খেতাবে ভূষিত করা হয়। ১২৮০ সালে একটি শাসক পরিবারেই জন্ম মানসা মুসার। তিনি ছিলেন মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সান্দিয়াতা কিতার ভাগ্নে।
মুসা ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু-বকর।
বলা হয়, ২ হাজার জাহাজ এবং হাজার হাজার পুরুষ, নারী এবং দাস-দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি। এরপর আর কখনো ফিরে আসেননি। আবু-বকর শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় পৌঁছতে পেরেছিলেন কি-না তার কোনো প্রমাণ নেই।
সর্বকালের সেরা ধনী হলেন যেভাবে
তার বড় ভাই আবু-বকরের পর মুসা মালির রাজা হন ১৩১২ খ্রিষ্টাব্দে। তখন তার বয়স ছিল মাত্র ৩২ বছর। এ বয়সেই তিনি পৃথিবীর বড় একটা অংশের সম্রাট ছিলেন। তিনি প্রথম আফ্রিকান শাসক, যিনি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। তার শাসনামলে তৎকালীন রাজধানী তিম্বুকতুসহ ২৪টি নগর যুক্ত করে মালি সাম্রাজ্য গঠন করা হয়। 11
মুসার রাজত্ব বিস্তৃত ছিল ২ হাজার মাইলজুড়ে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি এবং আইভোরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। এই বিশাল সাম্রাজ্যের সঙ্গে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ- বিশেষ করে স্বর্ণ এবং লবণ।
মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুত ছিল তার অর্ধেকই ছিল মালিতে। তার সব স্বর্ণের মালিক ছিলেন মানসা মুসা। বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকেই সর্বকালে সেরা সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা।
জানলে অবাক হবেন, মুসা তার সম্পদ এবং সাম্রাজ্য দুটোই রক্ষা করত বিশাল সৈন্যবাহিনী করে। তার এই বাহিনীর সদস্য ছিলেন দুই লাখেরও বেশি। যার মধ্যে ৪০ হাজার সৈন্য ছিলেন তীর চালনায় অতি দক্ষ। এ ছাড়া মুসার সেবিকার সংখ্যা ছিল ৫০০ জন। কথিত আছে, প্রতি জুমার দিন একটি করে মসজিদ নির্মাণ করতেন তিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: