পড়ন্ত বিকেলে চট্টগ্রামের মোমবাতি পাহাড়
Автор: ChayaBaji TV
Загружено: 2018-08-19
Просмотров: 336
Описание:
পড়ন্ত বিকেলে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের মোমবাতি পাহাড় ঘুরে দেখতে | বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়,বন-বনানী, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। প্রাকৃতিক নৈসর্গে ভরা এই চমৎকার চমৎকার অনেকগুলি পাহাড় রয়েছে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে । বাটালি হিল তার মধ্যে অন্যতম। নগরীর টাইগারপাস (tigerpass) এলাকায় বাটালি হিল অবস্থিত। এই বাটালি হিল অনেক বড় এবং উঁচু একটা পাহাড়। এটা এতোই বিশাল এলাকা জুড়ে বৃস্তিত যে একই পাহাড়কে এলাকাভেদে দুইটা আলাদা আলাদা নামে লোকজনের কাছে পরিচিত । তার মধ্যে একটি হলো মোমবাতি পাহাড় আর একটি জিলাপি পাহাড় ।
মোমবাতির পাহাড় । নগরীর টাইগারপাস মোড় থেকে সোজা পশ্চিমে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর দিকে আর কিছু দূর গেলেই মিলবে এ পাহাড়টির দেখা।
পাহাড়টির চূড়ায় আছে একটি টাওয়ার। টাওয়ারের একেবারে উঁচুতে রয়েছে মোমবাতির আকৃতি সদৃশ লোহার একটি পাত্র। দূর থেকে দেখতে অবশ্য বড় মোমবাতির মত লাগবে। এজন্যই এ পাহাড়টি ‘মোমবাতির পাহাড় ‘হিসেবে পরিচিত। চিনতে সমস্যা হলে স্থানীয় কারো সাহায্য নিতে পারেন।
চট্টগ্রামের মূল কেন্দ্রে অবস্থিত এ পাহাড়টি শহরের উচু পাহাড়গুলোর একটি। উঁচু হলেও এ পাহাড়ে উঠতে তেমন কষ্ট করতে হবে না। পাহাড়ে উঠার ন্যূনতম অভিজ্ঞতা না থাকলেও ছোট-বড় সবাই অনায়াসে এ পাহাড়ে উঠতে পারবে। চট্টগ্রাম যে অনেক বৈচিত্র্যময় আর নৈসর্গিক শহর তা যে কেউ স্বীকার করতে বাধ্য হবে, এই পাহাড়ের চূড়ায় উঠলে।
পাহাড়টিতে সহজে ওঠার জন্য লোহার তৈরি সিঁড়ি রয়েছে। সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠার পর চমৎকার অনুভূতি হবে। পুরো চট্টগ্রামকে একপলকে দেখে নিতে পারার অনুভূতিটাই অন্যরকম। একদিকে সাগর, আরেকদিকে কর্ণফুলী নদী, তৃতীয় কর্ণফুলী সেতু, বড় বড় অট্টালিকা সব দেখতে পারবেন এক নিমেষেই। সুন্দর মুহুর্তগুলোর কিছু ছবি তুলে রাখার জন্য নিয়ে সাথে রাখতে পারেন ক্যামেরা। এখান থেকে বন্দরনগরীর সবচেয়ে ভাল প্যানোরমা পাওয়া যায়।
রাতের বেলা পাহাড়টির চূড়ায় স্থাপিত টাওয়ারটিতে আলোকসজ্জা করা হয়। তখন অনেক দূর থেকে পাহাড়টিকে দেখা যায়। তবে চমৎকার এই পাহাড়টির অবস্থান অনেকেই জানেন না। আর জানলেও নিরাপত্তার কথা ভেবে যান না। তবে আশার কথা হচ্ছে, মোমবাতির পাহাড়ে উঠার একমাত্র পথেই আনসার চৌকি স্থাপন করা হয়েছে।
পাহাড়টিতে কয়েকজন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
সুতরাং নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা না করে পরিবার-প্রিয়জনসহ ঘুরে আসুন ‘মোমবাতির পাহাড়’।
এই বাটালি পাহাড় আবার জিলাপি পাহাড় নামেও পরিচিত। টাইগারপাস হয়ে লালখান বাজার এলাকার ইস্পাহানি মোড়ের উত্তরে ম্যাজিস্ট্রেট কলোনির পেছন দিয়ে পিচ ঢালা পথ রয়েছে জিলাপি পাহাড় উঠার জন্য ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: