ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনকে কারাদণ্ড
Автор: Desh Protidin
Загружено: 2022-07-01
Просмотров: 50
Описание:
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনকে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৩জনকে আটক করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- অত্র উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামের খলিলুর রহমান খোকা'র ছেলে আরিফুল ইসলাম বাবু (৩৪), গাবসারা ইউনিয়নের ডোবাইয়ার চর গ্রামের মৃত পরবত আলী শেখের ছেলে আশরাফ আলী(৪২) ও আজিজুল (২৬)।
জানা গেছে, প্রতিদিনই যমুনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে ক্রমেই বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পানির বৃদ্ধির সাথে সাথে যমুনার বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে উপজেলার গোবিন্দাসী, জিগাতলা, ভালকুটিয়া, চিতুলিয়াপাড়া গ্রামের অনেকাংশে দেখা দিয়েছে তীব্র ভাঙন। একদিকে প্রতিদিনই হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। অপরদিকে থেমে নেই এই অবৈধ বালু উত্তোলন। এতে করে যমুনার নদী ভাঙ্গনে উপজেলার গোবিন্দাসী, গাবসারা, অর্জুনা ও নিকরাইল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙ্গন কবলিত এলাকা থেকে ড্রেজার ও নৌকা দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমুনা নদীর কালা সড়কের কাছ থেকে অভিযানে তাদেরকে আটক করে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেখ আলাউল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে যমুনা নদীর বিভিন্ন অংশ থেকে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি ও ভূঞাপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযানে আমরা ৩জনকে আটক করতে সক্ষম হই। পরে আটককৃত ৩জনের প্রত্যেককে ৭দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
#Tangail
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: