সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং শিখুন বিনামূল্যে ২০২৪ ||🔥 Free Freelancing in Bangladesh 2024
Автор: JOB HUNTER BD
Загружено: 2024-02-16
Просмотров: 21046
Описание:
#freelancing #freefreelancing #outsourcing #freelancer
সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং শিখুন বিনামূল্যে ২০২৪ ||🔥 Free Freelancing in Bangladesh 2024 ||
💥জাতীয় প্রশিক্ষণ বাতায়ন: https://training.gov.bd/
বাংলাদেশে ফ্রিল্যান্সিং বিনামূল্যে কেমন করে করবেন? সরকারি সহায়তায় শিখুন ফ্রিল্যান্সিং এবং কম্পিউটার কাজ। ২০২৪
আপনি কি বাংলাদেশে ফ্রিল্যান্সিং করছেন? এবার সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং করুন বিনামূল্যে ২০২৪ সালে। আসুন ফ্রিল্যান্সিং শিখি ।
তিন বছরে ২৯ হাজার ফ্রিল্যান্সার হবেন, যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে
প্রশিক্ষণ নিতে কোনো টাকা লাগবে না।
দৈনিক ভাতা ২০০ টাকা, খাবার ভাতা ৩০০ টাকা।
প্রতিটি জেলায় সম্প্রসারিত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম।
আগামী তিন বছরে দেশে প্রায় ২৯ হাজার তরুণ ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে তরুণেরা দেশে থেকেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন। বদৌলতে বিদেশি মুদ্রা তাঁরা আয় করবেন। এই প্রশিক্ষণ নিতে কোনো টাকাপয়সা লাগবে না; বরং উল্টো দৈনিক মোট ৫০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা।
সরকারের নতুন এই প্রকল্পে সব মিলিয়ে খরচ হবে ৩০০ কোটি টাকা। এটির নাম ‘দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’। প্রকল্পের মেয়াদ চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। সম্পূর্ণ দেশীয় অর্থে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
যেভাবে প্রশিক্ষণ পাওয়া যাবে
এই প্রশিক্ষণ দিতে প্রতিটি জেলায় ২৫টি কম্পিউটার ও হাইস্পিড ইন্টারনেট-সংবলিত দুটি ল্যাব স্থাপন করা হবে। প্রতিটি ল্যাবে ২৫ জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রতি জেলায় একেক ব্যাচে ৫০ জন প্রশিক্ষণার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষেরা আবেদন করতে পারবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার পর প্রশিক্ষণার্থী চূড়ান্ত করা হবে। সূত্রঃ প্রথম আলো পত্রিকা ।
Related Tags:
সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং,সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং বিনামূল্যে ২০২৪,সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং বিনামূল্যে,ফ্রিল্যান্সিং বিনামূল্যে ২০২৪,সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং কোর্স,freelancing,free freelancing course in bangladesh,ফ্রী ডিজিটাল মার্কেটিং কোর্স ২০২৪,জাতীয় প্রশিক্ষণ বাতায়ন,freelancer nabin,free freelancing 2024,make money online,how to start freelancing,সরকারি ফ্রিল্যান্সিং কোর্স,সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২৪,freelancing course,ফ্রিল্যান্সিং
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: