আগাম ধানের চাষ করে হাসি ফুটেছে পঞ্চগড়ের কৃষকের মুখে | ETV News
Автор: ETV News
Загружено: 2017-12-03
Просмотров: 1963
Описание:
অস্থির চালের বাজারে আগাম ধানের চাষ করে হাসি ফুটেছে পঞ্চগড়ের কৃষকের মুখে। এই জাতের ধানে বেশি ফলনের পাশাপাশি বাজার দরও মিলছে ভালো। চাষীরা এখন ব্যস্ত পাকা ধান ঘরে তুলতে।
পঞ্চগড়ের সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় এবার বিভিন্ন আগাম জাতের আমন ধানের চাষ হয়েছে। বাজার দর ভাল থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে।
এই আগাম জাতের ধান জুনের প্রথম সপ্তাহে রোপন করলে, ১২০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। আবাদে বিঘাপ্রতি খরচ হয় মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা। বিঘাপ্রতি ধান হয় ১৬ থেকে ২০ মণ। বিনা-৭, ব্রি-ধান ৩৩, ব্রি-ধান ৫৬, ব্রি ধান-৬২, ব্রি-ধান ৭১, ব্রি ধান-৭২ ও কমল স্বর্ণ নামে স্থানীয় একটি জাতের ধান চাষ করেছেন কৃষকরা।
আগাম ধান ঘরে তোলার পর ওই জমিতে নতুন ফসল আবাদ করতে পারবেন চাষীরা।
এই ধান চাষে কৃষকদের বেশি মুনাফা হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা কৃষি বিভাগের তথ্য মতে, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় এবার সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান চাষ করা হয়েছে।
জাতীয় রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, ধর্ম, লাইফস্টাইল, বিনোদন, শিক্ষাসহ দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন ইটিভি নিউজ চ্যানেল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: