চাঁপাইনবাবগঞ্জ "নন-টেক ক্রাফট হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও""ডিপ্লোমার অধিকার, জুনিয়র ইন্সট্রাক্টর
Автор: MD Sariul Islam
Загружено: 2024-08-22
Просмотров: 157
Описание:
📛জরুরী ঘোষণা📛
ডিপ্লোমা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আন্দোলনের ডাক!
সম্মানিত ডিপ্লোমা শিক্ষার্থীবৃন্দ,
আমাদের সামনে এক গভীর সংকট দেখা দিয়েছে। রাতের অন্ধকারে নেওয়া চক্রান্ত এবং দুর্নীতির মাধ্যমে আমাদের চাকরির সুযোগ সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে। নন- টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর পদে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবাধ প্রমোশনের মাধ্যমে আমাদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে।
চলমান কারিগরি শিক্ষায় অবৈধভাবে নন- টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ এবং তাদের যে ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতি রচিত নীল নকশা অপসারণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি এর জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে।
এ লড়াই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত, সাবেক এবং ভবিষ্যৎ শিক্ষার্থী সকলের লড়াই এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই।
শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
স্থানঃ মাঠ প্রাঙ্গণ অত্র প্রতিষ্ঠান।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
তারিখঃ ২২ আগস্ট ২০২৪
সময়: সকাল ১০ ঘটিকা।
আমরা সকলে মিলে আমাদের অধিকার রক্ষা করব এবং অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাবো। এই আন্দোলনে সকলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, আমরা সবাই মিলে আমাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করি এবং আমাদের ভবিষ্যতকে সুরক্ষিত করি।
স্লোগান হবে: "ক্রাফট হটাও, কারাগরি বাঁচাও"
"ডিপ্লোমার অধিকার, জুনিয়র ইন্সট্রাক্টর"
স্লোগান হবে: "ক্রাফট হটাও, কারাগরি বাঁচাও"
"ডিপ্লোমার অধিকার, জুনিয়র ইন্সট্রাক্টর"কারিগরি শিক্ষায় অবৈধ নন-টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ ও বিভিন্ন পদে নন টেকনিক্যাল কর্মকর্তা অপসারণের দাবিতে আন্দোলন
"নন-টেক ক্রাফট হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও"
"ডিপ্লোমার অধিকার, জুনিয়র ইন্সট্রাক্টর"
Chapainawabganj Govt. Polytechnic Institute
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: