খুবই গুরুত্বপূর্ণ
Автор: UNITY TV
Загружено: 2020-07-26
Просмотров: 1345
Описание:
জিলহজ্জ মাসের প্রথম ১০দিন সারা বছরের শ্রেষ্ঠ দিন, এদিনের ৩৫টি আমল:
মসজিদে জামাতের সাথে পাচ ওয়াক্ত সলাত আদায় করা-সম্ভব হলে হজে ইফরাদ করা- ছোট-বড় সব গুনাহ থেকে বেচে থাকা- সকল প্রকার হারাম কাজ পরিত্যাগ করা-আরাফার দিনে যোরা রাখা যেটা ১বছর আগের ও ১বছর পরের গুনাহ মাফ করে-সম্ভব হলে ১ থেকে ৯ই জিলহজ্জের প্রতিদিন রোযা রাখা-সম্ভব না হলে সোমবার ও বৃহস্পতিবার এবং আরাফার দিনে রোযা রাখা-সামর্থ থাকলে কুরবানী করা-বেশি বেশি করে তাসবীহ পড়া-সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যিকির করা-ল্মবা কিরাতে তাহাজ্জুত নামাজ পড়া-১২রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ পড়া-এশরাকের নামাজ পড়া-সদকা করা-ইফতারের আগে দোয়া করা-বেশি বেশি কোরআন তেলাওয়াত করা-মাসনুন দোয়া পড়া-বেশি বেশি ভালো আমল করা-সব ক্ষেত্রে সুন্নাত অনুযায়ী আমল করা-বাথরুম,মসজিদ ও খাওয়ার সময় দোয়া পড়া-আত্মার প্রশুদ্ধি ঘটানো-অপরকে ক্ষমা করা-মাকরুহ কাজ ছেড়ে দেওয়া-অমুসলিমদের তাওহীদের দাওয়াত দেওয়া-১০রাকাত সুন্নাতে গায়রে মুয়াক্কাদা নামাজ পড়া-ইসলামী প্রোগ্রামে অংশগ্রহণ করা-রাসূলের জীবনী সম্পর্কে বই পড়া-পরিবারকে সময় দেওয়া- অনলাইনের ইসলামী প্রোগ্রাম দেখা-এই দশ দিনের এক মিনিট ও নষ্ট না করা-পিতা-মাতার সাথে সুন্দর আচরণ করা-সকলের সাথে ভালো ব্যবহার করা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: