ভালে গোরা গদাধারের আরতি নেহারি। নদিয়া পুড়াবো ভাবে যাও বলি হাড়ি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের পদাবলী
Автор: রাসপ্রিয়া কুঞ্জ
Загружено: 2025-04-16
Просмотров: 982
Описание:
শ্রীধাম নবদ্বীপে নিশান্ত কালে শ্রী যোগপিঠে
।।শ্রীশ্রী গদাইগৌর সুন্দরের মঙ্গল আরতি।।
ভালে গোড়া গদাধরের আরতী নেহারি।
নদিয়া পুড়াবো ভাবে যাও বলিহারি।।১
কল্পতরু তলে রত্ন সিংহাসন পরী।
সব সখী বেষ্টিত কিশোর কিশোরী।। ২
পুরত জড়িত কত মনি গজমতি।
ঝমকি ঝমকি লভে প্রতি অঙ্গজোতি।। ৩
নীল নীরদ লাগি বিদ্যুৎমালা।
দুহু অঙ্গ মিলি শোভা ভুবন উজালা।। ৪
শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল।
মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল।। ৫
বিশাখাদি সখীগন নানা রাগে গায়।
প্রিয়নর্ম সখীগন চামর ধুলায়।। ৬
অনঙ্গ মঞ্জরী চুয়া চন্দন দেওয়ে।
মালতীর মালা রূপ মঞ্জরি লাগাওয়ে।। ৭
পঞ্চ প্রদীপে ধরি কর্পূরক বাতি।
ললিতা সুন্দরী করে যুগল আরতি।। ৮
দেবী লক্ষী শ্রুতিগন ধরণী লোটাওয়ে।
গোপি জন অধিকার রওয়ত গাওয়ে।। ৯
ভকতিবিনোদ রহি সুরভী কি কুঞ্জে।
আরতী দরশনে প্রেম সুখে ভুঞ্জে।। ১০
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: