কোকিল কেন কাকের বাসায় ডিম পাড়ে??
Автор: ANIMALIA
Загружено: 2021-05-23
Просмотров: 389
Описание:
কোকিলের অন্য নাম পরভৃত। যার অর্থ পরনির্ভরশীল। কোকিলের বাসা বাঁধার তেমন কোন প্রবণতা দেখা যায় না। এরা শুধু কাক ই নয় বরং বুলবুলি, বাঘাটিকি, বনছাতরে এমনকি বসন্তচৌরির বাসায়ও ডিম পাড়ে। কোকিল ও কাকের ডিম পাড়ার সময় এপ্রিল-আগস্ট মাস।এ সময় কাকের ডিমে তা দেয়ার সময়।
কাকের বাসার চারদিকে পুরুষ কোকিল ঘুরঘুর করে কাককে রাগান্বিত করে। এ সুযোগে মেয়ে কোকিল কাকের বাসায় ডিম পেড়ে আসে। কাক যেন টের না পায় সে জন্য তার কয়েকটি অথবা সবকটি ডিম ফেলে দিয়ে ডিম পাড়ে, অথবা কাক যখন সামান্য সময়ের জন্য বাসা ছেড়ে যায় তখনই কোকিল ডিম দেয়। কাক কিছুই বুঝতে পারেনা। সে নিজের ডিমের সাথে কোকিলের ডিমে তা দিয়ে বাচ্চা ফোঁটায়।
পাখিদের ডিমে তা দেয়া এবং ছানাকে খাওয়ানোর মত ঘটনার মূলে রয়েছে প্রোল্যাকটিন নামক হরমোন। কিছু কিছু মেয়ে কোকিলের প্রোল্যাকটিন ক্ষরণ হয়না। তাই ডিম পাড়ার আগে সে দেখে নেয় কোন কাকের বাসায় সদ্য ডিম পাড়া হয়েছে। পরে অবস্থা বুঝে কাকের বাসায় ডিম পাড়ে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: