রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়। ক্বারী আমীর উদ্দিন।। ঢাকা বিশ্ববিদ্যালয়। চারুকলা।
Автор: Hasibul Hasan
Загружено: 2024-05-11
Просмотров: 221
Описание:
• রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়।...
তোমারে দেখিবার মনে চায়
গীতিকার ও সুরকার: ক্বারী আমির উদ্দিন
“তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও অমায়
দেখা দিয়া শান্ত কর
নইলে আমার প্রাণ যায়
তোমারে দেখিবার মনে চায়
বহুরুপ মহিমা তোমার
তুমি রুপের মূরতি
দেখতে শোভা মনোলোভা
তাইতো করি আরতি
রাখ হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়
তোমারে দেখিবার মনে চায়
সামনে দাড়াও একবার দেখি নয়ন ভরিয়া
ভালোবাসি তবে কেন যাওনা শান্ত করিয়া
তোমারে দেখিয়া একবার
জল ঢেলে দেই বেদনায়
তোমারে দেখিবার মনে চায়
বুকে আছে মুখে বন্ধু আসে নাহি সর্বক্ষণ
তোমারে দেখিতে আমি করি যে রুপ আকিঞ্চণ
তুমি জানো আমার বেদন কী রুপ চায় কল্পনায়
তোমারে দেখিবার মনে চায়
খেলবো পাশা পুরাও আশা
কাছে আসো প্রাণনাথ
মনের আশা পূর্ণ করো হাতেতে মিলায়ে হাত
দয়াল হয়ে দিসনা আঘাত
বলছে আমির পাগলায়
তোমারে দেখিবার মনে চায় ।।”
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: